ফটো এবং ভিডিও শেয়ারিং প্লাটফর্ম ইনস্টাগ্রামে সেলেনা গোমেজের ফলোয়ারের সংখ্যা ৪০০ মিলিয়ন ছাড়িয়েছে। এই মাইলফলক অর্জনের পর ভক্তদের জন্য নিজের বিভিন্ন সময়ের বেশ কিছু ছবি শেয়ার করেছেন সেলেনা।
রবিবার রাতে শেয়ার করা ছবিগুলো বিভিন্ন কনসার্ট ও ইভেন্টের। ক্যাপশনে সেলেনা গোমেজ লিখেছেন,‘যদি পারতাম তবে ৪০০ মিলিয়ন ভক্তকে জড়িয়ে ধরতাম।’
সেলেনার এই পোস্ট দেখে আপ্লুত ভক্তরা। তারা শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন কমেন্ট বক্সে। একজন লিখেছেন, ‘আমি লাইনে দাঁড়াতে রাজি আছি!’
বিশ্বের নারী তারকাদের মধ্যে সর্বোচ্চ ফলোয়ার এখন সেলেনা গোমেজের। কিছুদিন আগেই কাইলি জেনারকে ছাড়িয়ে ইনস্টাগ্রামে সর্বাধিক ফলো করা তারকার স্থানটি নিজের করে নিয়েছেন সেলেনা গোমেজ।
ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসির পরে ইনস্টাগ্রামে এখন তৃতীয় সর্বাধিক ফলোয়ার সেলেনা গোমেজের।
সূত্র: পিঙ্কভিলা








