বিলিয়নিয়ারের তালিকায় নাম উঠেছে সেলেনা গোমেজের। গত মাসে সেলেনার মোট সম্পদের পরিমাণ ১.৩ বিলিয়ন ডলার ছাড়ানোয় ব্লুমবার্গের এই তালিকায় নাম উঠেছে শিল্পীর। এর মধ্যে ‘রেয়ার বিউটি’র আয়ই সিংহভাগ। তবে বিলিয়নিয়ার হওয়া নিয়ে আলোচনা মোটেই পছন্দ নয় এই গায়িকার।
আন্তর্জাতিক গণমাধ্যম ‘এন্টারটেইনমেন্ট টুনাইট’-এ দেয়া সাক্ষাৎকারে বিলিয়নিয়ার হওয়া প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে শিল্পী বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি মনে করি, অর্থ নিয়ে কথা বলাটা খুবই অসম্মানের। তবে আমি এর পুরো কৃতিত্ব দিতে চাই যারা প্রোডাক্টগুলো কিনেছেন তাদেরকে।’
তিনি আরও বলেন, ‘তারাই আমার স্বপ্ন পূরণ করেছেন। তাই আমি খুব সম্মানিত এবং আনন্দিত।’
‘ব্লুমবার্গ’ জানিয়েছে সেলেনার মোট সম্পদের আশি ভাগই এসেছে তার বিউটি লাইন ‘রেয়ার বিউটি’ থেকে। এছাড়াও রিয়েল এস্টেটে বিনিয়োগ, ওয়ান্ডারমাইন্ড, গান এবং অভিনয় থেকেও আয় করেছেন সেলেনা। পাশাপাশি পেইড পার্টনারশিপের আয়ও যোগ হয়েছে মোট সম্পদের সাথে।
সেলেনাকে সম্প্রতি দেখা গেছে প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে, সেখানে তিনি ‘অনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’-এর জন্য কমেডি সিরিজ ক্যাটাগরিতে সেরা অভিনেত্রী হিসেবে মনোনয়ন পেয়েছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস









