সম্প্রতি প্যারিসের এক হোটেল থেকে বের হওয়ার সময় সেলেনা গোমেজের পাশে দেখা যায় এক ব্যক্তিকে যার হাত ছিল গায়িকার কাঁধে। ভিডিওটি ছড়িয়ে পড়তেই বিষয়টি নিয়ে শুরু হয় হইচই। মাত্র কদিন আগেই নিজেকে সিঙ্গেল বলে দাবী করা সেলেনার পাশের ব্যক্তিটি কে তা নিয়ে ভক্তদের কৌতূহল বাড়ছেই।
সেলেনার পাশে যেই ‘রহস্যময়’ ব্যক্তিকে দেখা গেছে তিনি নেভি-ব্লু রঙের হুডি পরেছিলেন। এই ব্যক্তিকে নিয়ে সব জায়গায় চর্চা শুরু হয়ে যায়। অবশেষে জানা গেছে তার পরিচয়।
‘দ্য নিউজ’ জানিয়েছে, এই ব্যক্তি সেলেনার প্রেমিক নন বরং তারই এক বান্ধবীর প্রেমিক। ওই ব্যক্তির নাম রামসে অস্টিন। তিনি প্রেম করছেন সেলেনার সবচেয়ে কাছের বান্ধবী থেরেসা মিনগাসের সঙ্গে। রামসে অস্টিন সেলেনার ভালো বন্ধু।
কিছুদিন আগেই টিকটকে সেলেনা ভক্তদের জানিয়েছেন তিনি ‘সিঙ্গেল’। এক ক্লিপে তাকে বলতে শোনা যায়, ‘কার বয়ফ্রেন্ড আছে? আমার নেই, আমি নিরাপদে আছি!’
এবছরের শুরুতে জায়ান মালিকের সঙ্গে নাম জড়ায় সেলেনা গোমেজের। এক রেস্তোরাঁয় তাদের চুমু খেতে দেখা যাওয়ার পরে প্রেমের গুঞ্জন শুরু হয়। পরে জুনে ইনস্টাগ্রাম থেকে জায়ান মালিককে আনফলো করে দিয়েছেন সেলেনা।
জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্ক ভাঙার পর স্থায়ী কোনো সম্পর্কে জড়াননি সেলেনা।







