ভাড়া বাসার দারোয়ানের হাতে নারী শিক্ষার্থী লাঞ্চিত হওয়ায় জোবরা গ্রামবাসীর সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রাত থেকে শুরু হওয়া সংঘর্ষ আজও চলছে। দুই পক্ষের ধাওয়া-পাল্টা-ধাওয়া এবং ইটপাটকেলে আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, শিক্ষার্থী, সাংবাদিক, গ্রামবাসীসহ দেড়শ’র বেশি। হাসপাতালে ভর্তি ৮১ জন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ও আশপাশের এলাকায় সোমবার রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।









