১৯১৬ সালে দুই অস্ট্রেলিয়ান সৈন্যের একটি বোতলে লেখা বার্তা এক শতাব্দীরও বেশি সময় পরে দেশটির দক্ষিণ-পশ্চিম উপকূলে পাওয়া গেছে। তারা প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করতে ফ্রান্সে রওনা হওয়ার কয়েকদিন পরেই এই বার্তাগুলো লিখেছিলেন।
বুধবার ( ২৯ অক্টোবর) প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে।
বিবিসির প্রতিবেদন অনুসারে, একটি বোতলে দুটি বার্তা পাওয়া গেছে, যার একটির লেখক ছিলেন প্রাইভেট ম্যালকম নেভিল, অন্যটি প্রাইভেট উইলিয়াম হারলি। বার্তায় প্রাইভেট নেভিল তার মাকে জানান, জাহাজে খাবার খুব ভালো এবং তারা খুশি আছেন। কিন্তু এর কয়েকমাস পরই তিনি যুদ্ধে নিহত হন। অপরদিকে, প্রাইভেট হারলি যুদ্ধ শেষে জীবিত ফিরলেও তার লেখা বার্তাটি শুধুমাত্র যে পাবে, তার জন্য ছিল।

২০২৩ সালের অক্টোবর মাসে একটি নিয়মিত পরিষ্কার অভিযান চলাকালীন বোতলটি পেশোয়া সৈকতে পাওয়া যায়। স্থানীয় বাসিন্দা ডেব ব্রাউন এবং তার পরিবার এটি খুঁজে পায়। তারপর তারা সৈন্যদের পরিবারকে খুঁজে বের করেন। তাদের পরিবার এই দুষ্প্রাপ্য আবিষ্কারে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে ওঠেন।
এই বার্তাগুলো তাদের জন্য এক অদ্ভুত অভিজ্ঞতা। ম্যালকম নেভিলের নাতি হার্বি নেভিল বলেন, এটি অবিশ্বাস্য। এদিকে উইলিয়াম হারলির নাতনি অ্যান টার্নার বলেন, এই আবিষ্কার যেন তাদের প্রপিতামহের কাছ থেকে পাওয়া একটি ইশারা।
এই বার্তাগুলোকে এক ধরনের মিরাকল হিসেবে দেখা হচ্ছে, যেখানে এক শতাব্দী পরে যুদ্ধের সেই ভয়াবহ সময়ের গল্পগুলো আবার জীবিত হয়ে উঠেছে।









