প্যারিস অলিম্পিক গেমসে আর্চারি ইভেন্ট দিয়ে রাতে অভিযান শুরু করেছে বাংলাদেশ। ছেলেদের ব্যক্তিগত র্যাঙ্কিং রাউন্ডে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আর্চার সাগর ইসলাম। তবে শুরুটা রাঙাতে পারলেন না। প্যারিসের ইনভেলিদেস ভেন্যুতে হওয়া ইভেন্টে ৬৪ জন প্রতিযোগীর মধ্যে ৪৫তম হয়েছেন লাল-সবুজের প্রতিনিধি। টেবিলের নিচের দিকে থাকায় পরবর্তী রাউন্ডে কঠিন প্রতিপক্ষকে পেয়েছেন। সেরা ৩২ নির্ণয়ের লড়াইয়ে প্রতিদ্বন্ধিতা করবেন টোকিও অলিম্পিকে (২০২০ সাল) রৌপ্য ইতালির মাউরো নেসপোলির সঙ্গে।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে শুরু হয় ছেলেদের ব্যক্তিগত র্যাঙ্কিং রাউন্ড। এই রাউন্ডে আর্চাররা ৭২টি করে তির মারেন। মোট ৭২০ পয়েন্ট এর মধ্যে সাগর ৬৫২ পয়েন্ট আদায় করেন। পরবর্তী রাউন্ডে সাগরের প্রতিপক্ষ নেসপোলি ৬৭০ পয়েন্ট নিয়ে ২০তম হয়েছেন।
আগামী ৩১ জুলাই বাংলাদেশ সময় বিকেল সাড়ে পাঁচটায় নেসপোলির মুখোমুখি হবেন ১৮ বর্ষী সাগর।
র্যাঙ্কিং রাউন্ডে প্রথম হয়েছেন সাউথ কোরিয়ার কিম উ জিন, তার স্কোর ৬৮৬। দ্বিতীয় হয়েছেন আরেক সাউথ কোরিয়ার আর্চার কিম জে ডিওক, তার স্কোর ৬৮২। ৬৮১ স্কোর করে তৃতীয় হয়েছেন জার্মানির উনরাহ ফ্লোরিন। ভারতের বোমাদেবারা ধীরাজ ৬৮১ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়েছেন।
সাগরের পাশাপাশি অলিম্পিকে অংশ নেয়া শ্যুটার রবিউল ইসলাম ২৮ জুলাই ছাতেইরক্স শুটিং সেন্টারে ১০ মিটার এয়ার রাইফেল বাছাইপর্বে লড়বেন । সাঁতারু সামিউল ইসলাম রাফি ৩০ জুলাই প্যারিস লা ডিফেন্স অ্যারেনায় ১০০ মিটার ফ্রিস্টাইল ইভেন্টের বাছাইপর্বে প্রতিদ্বন্দ্বিতা করবেন। একই ভেন্যুতে ৩ আগস্ট আরেক সাঁতারু সোনিয়া খাতুন ৫০ মিটার ফ্রিস্টাইল বাছাইয়ে অংশ নেবেন। ইংল্যান্ডে বসবাস করা বাংলাদেশি স্প্রিন্টার ইমরানুর রহমান ৪ আগস্ট স্ট্যাডে ডি ফ্রান্সে ১০০ মিটার স্প্রিন্টের বাছাইপর্বে অংশ নেবেন।









