ভারতের সিকিমে ৪৫ বছর বয়সি এক নারীর ১২ বছর আগে অ্যাপেন্ডিক্স অপারেশনে ডাক্তারের ভুলে পেটে থেকে যায় এক জোড়া কেঁচি। এবার সেই কেঁচি বের করতে অস্ত্রোপচার করা হয়েছে।
এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
এক দশকের বেশি সময় ধরে পেটে ব্যথায় ভুগতে থাকা সেই নারীর ব্যথার কারণ নির্ণয় করতে ব্যর্থ হয়েছিলেন ডাক্তাররা। চলতি মাসের শুরু ধরা পড়ে পেটে এক জোড়া কেঁচি আছে তার।
২০১২ সালে গ্যাংটকের স্যার থুটোব নামগিয়াল মেমোরিয়াল হাসপাতালে অ্যাপেন্ডিক্স অপারেশন কোরআন এই নারী। তবে অপারেশনের পরও তার পেটে ব্যথা অব্যাহত ছিল। অনেক ডাক্তারের কাছে চিকিৎসা নিয়েও ভালো হয়নি তার পেটে ব্যথা।
গত ৮ অক্টোবর সেই স্যার থুটোব নামগিয়াল মেমোরিয়াল হাসপাতালে গিয়ে একটি এক্স-রে করে ধরা পড়ে পেটে এক জোড়া কেঁচি আছে তার।
সেই কেঁচি জোড়া বের করতে বিশেষজ্ঞ চিকিৎসকের দল অস্ত্রোপচার করেছেন। সেই নারী বর্তমানে সুস্থ আছেন।









