রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় তিনতলা ভবন বিস্ফোরণে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচরের নূর নবী (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২১ মার্চ) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নূর নবীসহ এ নিয়ে এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৬ জনে।
এখনও তার মরদেহ গ্রামে পৌঁছায়নি। নূর নবীর এমন মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। নূর নবী ২০১৮-১৯ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী। তিনি সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন। নবী কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের দড়িগাঁও উত্তরপাড়া এলাকার মো. জসিম উদ্দিনের মেজো ছেলে।

মঙ্গলবার বিকেল কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মোছা. জামেনা আক্তার জানান, ইউনিয়নের দড়িগাঁও উত্তর পাড়া এলাকার মো. জসিম উদ্দিন পেশায় একজন কলা ব্যবসায়ী। তার তিন ছেলে। তাদের মধ্যে নূর নবী মেজো। অনেক কষ্ট করে লেখাপড়া করিয়ে নূর নবীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়েছেন। আজ তার স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেছে। এ ঘটনার সাথে যার জড়িত বা যাদের কারণে এমন ঘটনা ঘটেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। একই সাথে উপযুক্ত ক্ষতিপূরণও দাবি করছি।
৫ মার্চ রোববার সকালে বিস্ফোরণের সময় ভবনের নিচে থাকা নূর নবী মাথায় ভারী বস্তু পড়ে গুরুতর আহত হন। এতে নূর নবীর মাথা ফেটে যায় এবং ডান পা ভেঙে যায়। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল।







