কিংবদন্তি রেসার মাইকেল শুমাখার ২০১৩ সালে ছেলেকে নিয়ে আল্পস পর্বতমালায় স্কিয়িং করার সময় দুর্ঘটনায় পড়েন। মস্তিষ্ক ভীষণরকম ক্ষতিগ্রস্ত হয় তার। চলে যান কোমায়। পরে নিজ বাড়িতে হাসপাতাল বানিয়ে চিকিৎসা চলছে তার। দুর্ঘটনার ছয় বছর পর খবর আসে জ্ঞান ফেরার। যদিও পরে শুমাখারের পরিবার গোপনীয়তা রক্ষার জন্য অনেক চেষ্টা করে চলেছে। সেজন্য ফর্মুলা ওয়ান মাস্টারের শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়টি অজানাই থেকে গেছে।
এমন সময়ে জার্মান এক ম্যাগাজিনের কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে শুমাখারের সাক্ষাৎকার নেয়ার খবরে চলছে তোলপাড়। ডেই আকটুয়েল্লে নামের ম্যাগাজিনটি কিংবদন্তি রেসারের হাস্যোজ্জ্বল ছবি প্রচ্ছদে ব্যবহার করে শিরোনামে লিখেছে- ‘মাইকেল শুমাখারের প্রথম সাক্ষাৎকার!’ শিরোনামের সঙ্গে জুড়ে দেয়া হয়েছে- ‘বাস্তবে এটি প্রতারণাই মনে হচ্ছে।’ সাক্ষাৎকারটিকে বিশ্বাসযোগ্য করতেই তারা এমন পন্থা বেছে নিয়েছে।
সাতবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়নের পরিবার বিষয়টি নিয়ে বেজায় চটেছে। ম্যাগাজিনটির বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কথা বলেছে। ৫৪ বর্ষী শুমাখার সুইজারল্যান্ডে পরিবারের সঙ্গে বাড়িতে অবস্থান করছেন এবং নানা ধরনের চিকিৎসার মধ্য দিয়ে যাচ্ছেন।
২০২১ সালে নেটফ্লিক্সের এক ডকুমেন্টারিতে শুমাখারের স্ত্রী করিন্না বলেছিলেন, ‘আমরা বাড়িতে একসঙ্গে থাকি। থেরাপির কাজ করি। আমরা মাইকেলকে আরও ভালো রাখার জন্য এবং তার স্বস্তি নিশ্চিত করতে কাজ করি। আমরা পরিবার হয়েই সব চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। মাইকেল যেভাবে পছন্দ করতো এবং এখনো করে। জীবনকে সঙ্গী করে আমরা এগিয়ে যাচ্ছি।’
‘ব্যক্তিগত ব্যাপার সবসময়ের জন্যই ব্যক্তিগত। যেমনটা সে সবসময় বলতো। সে যেন তার ব্যক্তিগত জীবন যতটা সম্ভব উপভোগ করে যেতে পারে, এটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। মাইকেল সবসময় আমাদের রক্ষা করেছে এবং এখন আমরা মাইকেলকে রক্ষা করছি।’








