পশ্চিম জার্মানির হয়ে বিশ্বকাপের চার আসরে মাঠ মাতানো ডিফেন্ডার কার্ল-হেইঞ্জ স্নেলিঙ্গার মারা গেছেন। ইতালির মিলান শহরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জার্মান তারকা।
মঙ্গলবার জার্মান ফুটবল ফেডারেশন ও স্নেলিঙ্গারের সাবেক ক্লাব এফসি কোলন মৃত্যুর খবরটি জানিয়েছে।
পশ্চিম জার্মানির হয়ে ১৯৫৮, ১৯৬২, ১৯৬৬ এবং ১৯৭০ বিশ্বকাপে খেলেছিলেন এ লেফটব্যাক। ১৯৬৬ বিশ্বকাপের ফাইনালসহ বিশ্বমঞ্চে মোট ১৭ ম্যাচ খেলেছেন স্নেলিঙ্গার। জাতীয় দলে খেলেছেন ৪৭ ম্যাচ। আন্তর্জাতিক ক্যারিয়ারে একটি গোল করেছেন তারকা ডিফেন্ডার। ১৯৭০ বিশ্বকাপের সেমিফাইনালে ইতালির বিপক্ষে ৪-৩ গোলে পরাজয়ের ম্যাচে অতিরিক্ত সময়ে বল জালে পাঠান।
ক্লাব ক্যারিয়ারে বেশিরভাগ সময় ইতালিতে কাটিয়েছেন স্নেলিঙ্গার। ১৯৬৯ সালে মিলানের হয়ে ডাচ ক্লাব আয়াক্সকে হারিয়ে ইউরোপিয়ান কাপ (বর্তমান উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ) জিতেছেন। ১৯৬২ সালে এফসি কোলোনের হয়ে পশ্চিম জার্মানির জাতীয় শিরোপা, রোমা এবং মিলানের হয়ে চারটি ইতালিয়ান কাপ, ১৯৬৮ সালে মিলানের হয়ে ইতালিয়ান লিগ এবং দুটি ইউরোপিয়ান কাপ জিতেছেন। ১৯৬২ সালে পশ্চিম জার্মানির বর্ষসেরা ফুটবলারের স্বীকৃতি পেয়েছিলেন স্নেলিঙ্গার।








