২০২৫ সালে ছেলেদের এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে বাংলাদেশ জার্সিতে অভিষেক হয়েছে কানাডা প্রবাসী ফুটবলার শমিত সোমের। পরে বেশ ভালো মৌসুম কাটিয়েছেন নিজের ক্লাবেও। নতুন মৌসুমের আগে তারকা মিডফিল্ডারকে ছেড়ে দিয়েছে ক্লাবটি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে কানাডার ক্লাব কাভালরি।
কাভালরি দুটি ছবি পোস্ট করে বাংলাদেশ মিডফিল্ডারকে ধন্যবাদ জানিয়েছে। প্রথম ছবিতে শমিতকে ধন্যবাদ জানিয়েছে। আরেকটি ছবিতে ডিয়েগো গুতিয়েরেজকে ধন্যবাদ দিয়েছে।
সঙ্গে লিখেছে, ‘কাভালরি এফসি নিশ্চিত করছে যে, মিডফিল্ডার শমিত সোম এবং ডিয়েগো গুতিয়েরেজ ২০২৬ মৌসুমের জন্য আর ক্লাবে ফিরবেন না। ক্লাব তাদের কঠোর পরিশ্রম এবং ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাচ্ছে।’
বাংলাদেশ দলের তারকা মিডফিল্ডারের নতুন গন্তব্য কোথায় সেটা এখনও সামনে আসেনি। ২০২৬ সালের প্রথম দিন থেকে তিনি ক্লাব ছাড়া আছেন। জাতীয় দলে এ পর্যন্ত ৫ ম্যাচ খেলে এক গোল করেছে শমিত।









