প্রায় আড়াই বছর আগে আর্জেন্টিনা দলের অবস্থা এমন ছিল না। সাবেক খেলোয়াড় লিওনেল স্কালোনি দায়িত্ব নেয়ার পর পাল্টে দেন চিত্র। জেতেন দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় মেসির প্রথম মেজর কোনো শিরোপা। পরের কাহিনী সবার জানাই, কাতার বিশ্বকাপে নিজেদের উজাড় করে দিয়েছে আর্জেন্টিনা, কোচ হিসেবে বিশ্বকাপ জিতেছে স্কালোনি। জয়ের প্রায় একবছর পর ৪৫ বর্ষীর কোচ থাকা না থাকা নিয়ে চলছে নানা আলোচনা। যাকে নিয়ে এত আলোচনা, সেই স্কালোনিই জানাচ্ছেন কোপা আমেরিকা ২০২৪ এর আগে তার ভবিষ্যৎ নিয়ে ঠাণ্ডা মাথায় চিন্তা করছেন।
২০২৪ কোপা আমেরিকার ড্রয়ের পর দলবদলের নির্ভরযোগ্য সূত্র খ্যাত ইতালিয়ান ক্রীড়াসাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো সামাজিক যোগাযোগ মাধ্যমে স্কালোনির ভবিষ্যৎ সম্পর্কিত একটি পোস্ট করেন। স্কালোনি ভবিষ্যৎ সম্পর্কিত যে কথাগুলো বলেছেন তা তুলে ধরেছেন এ সাংবাদিক, ‘আমি এখনও আমার সিদ্ধান্ত সম্পর্কে চিন্তা করছি। ঠাণ্ডা মাথায় চিন্তা করছি। যেভাবে সবকিছু চলছে, আবার নতুন করে শুরু করতে হবে বা কী করতে হবে।’
‘খেলোয়াড়দের শক্তি ও সামর্থ্য অনুযায়ী একজন কোচের প্রয়োজন। আমি মেসি এবং তাপিয়ের সাথে কথা বলেছি, আমার এটি নিয়ে ভাবা প্রয়োজন।’
২০১৮ সালে স্কালোনি কোচ হওয়ার পর বেশকিছু মেজর শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ২০২১ সালের কোপা আমেরিকা শিরোপা দিয়ে শুরু, এরপর লা ফিনালিস্সিমা এবং সবশেষ কাতার বিশ্বকাপে ৩৬ বছর পর আর্জেন্টিনা তার অধীনে থেকে বিশ্বচ্যাম্পিয়নের তকমা পায়। স্কালোনি বিশ্বসেরা ক্লাস কোচের তকমা পান।







