বন্যার কবলে দেশ। বিশেষ করে ভারি বৃষ্টি ও উজানের পানিতে স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশের ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন জেলা। এই অবস্থায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারকারাও। বলছেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ বাঁচানোর লড়াইতে সামিল হতে-
দেশের বন্যা পরিস্থিতি নিয়ে দুদিন ধরেই সোচ্চার নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। দেশবাসীকে বন্যার্তদের পাশে থাকার আহ্বান জানিয়ে সবশেষ পোস্টে ফারুকী লিখেছেন,“মনে করেন আমরা যুদ্ধে আছি। তাহলে কি করতাম? সবাই মিলে ঝাঁপাইয়া পড়তাম। তাহলে চলেন এখনও তাই করি। নৌ-সেনা-বিমান বাহিনীর ভাই-বোনেরা, লেটস স্টেপ আপ। রেসকিউ বোট-কার্গো বিমান যা কিছু আছে তা নিয়ে দ্রুত উদ্ধারের গতি বাড়াই চলেন। কথা বলে যা জানলাম, মানুষের এই মুহূর্তে প্রয়োজন রেসকিউ বোট। লাখো মানুষ উদ্ধার করা একটা হারকুলিয়ান টাস্ক। বাট লেটস ডু ইট। দূর্গত এলাকার কাছে-দুরে যেখানে যত স্পিডবোট- ইন্জিন নৌকা আছে, সেগুলা নিয়া ঝাঁপাইয়া পড়ি চলেন। কিন্তু লাইফ জ্যাকেট না নিয়ে কেউ যাবেন না দয়া করে। বিপদ আমাদের কেবল একতাবদ্ধই করবে। নো ওয়ান ক্যান ব্রেক আস।”
বন্যাদুর্গত এলাকার বেশকিছু আশ্রয়কেন্দ্রের হটলাইন নম্বর শেয়ার করেছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। সেইসাথে সবাইকে সতর্ক করেছেন অভিনেতা। বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে লিখেছেন, “আসুন আমরা সবাই বানভাসি মানুষের পাশে দাঁড়াই।”
নির্মাতা অমিতাভ রেজা লিখেছেন,“নির্লজ্জের মতো এখনই সব দাবী নিয়ে না দাঁড়াই, আগে দেশ বাঁচাই, এরকম বন্যা দেখে নাই বাংলাদেশ। অন্যকে দাঁড়াতে না বলে নিজে দাঁড়ান। প্যানিক করবেন না, বর্তমান সরকারকে সাহায্য করেন।”
সংগীতশিল্পী আসিফ লিখেছেন, “বন্যা অ্যালার্ট। উজানের পানি স্বাগতম, পলি মাটি আমাদের। হাতে হাত রেখে ষড়যন্ত্রের বন্যা মোকাবেলা করবো। ইনশাআল্লাহ।”
অভিনেত্রী শাহনাজ খুশি লিখেছেন,“বন্যার্ত মানুষের চোখ, সে চোখের নিরব আর্তনাদ মানসিকভাবে অসুস্থ করে ফেললো। খরা-বন্যা আসে যায়, কিন্তু কিছু কিছু দিন- ছবি, কিছু কিছু সময়কাল স্বাভাবিকতা ব্যাহত করে সব সময়! অসহায় লাগছে! যারা পরিস্থিতি মোকাবেলা করছেন তাদের প্রানান্ত শুভ কামনা।”
নির্মাতা, অভিনেতা খিজির হায়াত লিখেন,“যুদ্ধ যুদ্ধ খেলা অনেক হইছে, সংস্কার আন্দোলন পরেও করা যাবে আবার। হাসিনার বন্ধুরা বানের পানি ছাইড়া দিছে। বাংলাদেশ চলো আগে আমাদের যারা ভাইসা যাচ্ছে তাদের পাশে দাড়াই। আমি যাইতেছি, তোমরাও আইসো।”
একটু পর পর বন্যার্ত বিভিন্ন অঞ্চল নিয়ে আপডেট দিচ্ছেন নির্মাতা রায়হান রাফী। খাগড়াছড়ি অঞ্চলের একটি ছবি দিয়ে রাফী লিখেছেন,“হে আল্লাহ তুমি এই বিপদ থেকে বাংলাদেশ কে রক্ষা করো।” অন্য আরেকটি পোস্টে রাফী বিমান বাহিনীর প্রতি অনুরোধ জানিয়ে লিখেন,“বাংলাদেশ বিমান বাহিনীকে অনুরোধ। অনেক মানুষ আটকে আছে প্লিয তাদের উদ্ধার করুন। মানুষগুলোর জীবন বাঁচান।”
ফেনী, নোয়াখালীসহ বন্যাদুর্গত অন্য অঞ্চলের প্রতি সহানুভূতি জানিয়ে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী লিখেছেন,“আসুন সবাই নিজ নিজ জায়গা থেকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই।”
বন্যার্ত শিশুর ভাইরাল হওয়া ছবিটি বেশী শেয়ার করছেন তারকারা। যদিও দাবী করা হচ্ছে ছবিটি কৃত্রিমভাবে তৈরী। জায়েদ, পরীসহ বহু তারকা ছবিটি শেয়ার করেছেন। পরী এই ছবিটি শেয়ার করে লিখেছেন,“আল্লাহ! কী করবো আমি! বুকের ভিতর দুমড়ে মুচড়ে যাচ্ছে। এই চোখের দিকে তাকিয়ে কী করে ঘুমাবো! আল্লাহ তুমি সহায় হও। কেউ নাই আর এখন। আমি যাবো। আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে যা করার করবো ইনশাআল্লাহ।”
এই ছবিটিই শেয়ার করে অভিনেতা ও জনপ্রিয় উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় লিখেছেন, ভয়াবহ এই বন্যায় আমরা যারা এগিয়ে আসতে চাই তাদের জন্য এই পোস্ট। বিশেষ করে আমার ফেসবুকের ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি। যারা নিজের উদ্যোগে বন্যা দুর্গত এলাকায় যাচ্ছেন বা আছেন বা যেতে চাচ্ছেন তাদের পাশে আমরা কে কীভাবে থাকতে পারি? আসুন আমরা কমেন্টসে আলোচনা করি। আমি ফেসবুক গ্রুপ খুলতে পারতাম কিন্তু তাতে আমরা নিজেরা নিজেরা হয়ে যেতাম। তারপরও নিজেরা নিজেরাও একটা ফেসবুক গ্রুপ খোলা যায়। এখন এই পোস্টের কমেন্টসে আমরা অনেক মানুষকে পাবো। অনেক পরামর্শ পাব। আমার বন্ধুরা এবং আত্মীয়-স্বজনরা যারা সাহায্য করতে চান এই কমেন্ট বক্স থেকে আপনারা নিশ্চয়ই কাকে সাহায্য করবেন কীভাবে করবেন তার একটা দিকনির্দেশনা পাবেন। এবং অর্থশালী যারা সহযোগিতা করতে চান তারাও নিশ্চয়ই আমাদের কাউকে না কাউকে নক করবেন।”
একই ছবি জায়েদ শেয়ার করে লিখেছেন,“কোন ভাবেই সহ্য করার মতো না। এটা দেখার পর মানুষ কীভাবে থাকে। বুকের ভেতরটা কাঁদছে যতবার দেখছি। আল্লাহ আপনি এই মাসুম বাচ্চার মুখের দিকে তাকিয়ে সকল বন্যাবাসী মানুষদের হেফাজত করেন।”
চিত্রনায়িকা বুবলী লিখেছেন,“বাংলাদেশের নোয়াখালী, ফেনী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর সহ বিভিন্ন জেলায় বন্যার পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করছে, লক্ষ লক্ষ মানুষ এবং অবলা প্রাণীরা বিপদগ্রস্থ। যার যার সামর্থ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানাচ্ছি। আল্লাহ সবাইকে হেফাজত করুন।”
বন্যাদুর্গত এলাকার এক অপরিচিত মানুষের পাঠানো এক বার্তা শেয়ার কলেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা পলাশ। লিখেছেন, “এক অপরিচিত মানুষ। ফেনী থেকে তার আর্তনাদের কথা জানালো। বললো খাবার লাগবে না। ত্রাণ লাগবে না। কেবল ডুবে যেতে ভয়! যে যেভাবে যাচ্ছেন আশা করি এই বিষয়টা সবাই মাথায় রাখবেন। মানুষকে উদ্ধার করাটাই এখন একমাত্র কাজ হয়ে দাঁড়িয়েছে।”
দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের ব্যানারে ছাত্র-জনতার আন্দোলনেও বিশেষ ভূমিকা রেখেছিলেন দেশের তারকারা। বন্যা দুর্গত মানুষের পাশেও দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারা। বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের ভার্চুয়াল ব্যানার শেয়ার করেছে নাজিয়া হক অর্ষা লিখেছেন, ‘আসুন, আমরা সবাই সবার পাশে দাঁড়াই।’
দৃশ্যমাধ্যম শিল্পী সমাজের ভার্চুয়াল ব্যানারটি শেয়ার করেছেন ছাত্র-জনতার আন্দোলনে সরব ভূমিকা পালন করা জনপ্রিয় দুই অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও জাকিয়া বারী মম।
অভিনেতা আরশ খান লেখেন, ‘যে যার সাধ্যমতো বন্যা কবলিত অঞ্চলের মানুষদের পাশে দাঁড়াই। সবাই মিলে এক হলে এমন বিপদ মোকাবিলা করা সহজ হবে। আল্লাহ সহায় হন। সামর্থ যদি ১০০ টাকা থাকে ওটা নিয়েই আগাই লজ্জার কিছু নাই।’
‘গেট আপ স্ট্যান্ড আপ’-এর ব্যানারে ছাত্র-জনতার আন্দোলনে এক হয়ে রাস্তায় নেমেছিলেন বাংলাদেশের সংগীতশিল্পী ও মিউজিশিয়ানরা। বন্যার্তদের সহায়তায় এবারও তারা ঐক্যবদ্ধ হলেন একই ব্যানারের ছায়াতলে।









