আবারও বন্যার কবলে দেশ। বিশেষ করে ভারি বৃষ্টি ও উজানের পানিতে বন্যার কবলে দেশের উত্তরাঞ্চল। রংপুর, কুড়িগ্রাম, নীলফামারি, লালমনিরহাট ও গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। নদীগুলোতে দেখা দিয়েছে ভাঙ্গন। মানুষজন ঘরবাড়ি ছেড়ে প্রয়োজনীয় জিনিসপত্র নিয় উঁচু স্থানে ও বাঁধে আশ্রয় নিচ্ছেন। ওই অঞ্চলে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট।
এই অবস্থায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারকারাও। বলছেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বাঁচার লড়াইতে সামিল হতে-
ফারুকী, নির্মাতা
গোলাম সোহরাব দোদুল, নির্মাতা
খিজির হায়াত খান, নির্মাতা
অপু বিশ্বাস, অভিনেত্রী
জায়েদ খান, চিত্রনায়ক
রায়হান রাফী, নির্মাতা
তাসরিফ খান, সংগীতশিল্পী
আরশ খান, অভিনেতা
তবীব মাহমুদ, শিল্পী









