সৌদি আরবে এক কিশোরের ওপর বিশ্বের প্রথম রোবোটিক হার্ট ট্রান্সপ্লান্ট করেছেন একদল বিজ্ঞ ডাক্তার।
সংবাদমাধ্যম আল আরাবিয়া নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
সৌদি আরবের কিং ফয়সাল স্পেশালিস্ট হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে (কেএফএসএইচআরসি) বিজ্ঞ কার্ডিয়াক সার্জন ডাক্তার ফেরাস খলিলের নেতৃত্বে আড়াই ঘণ্টার অস্ত্রোপচারে ১৬ বছর বয়সী ওই কিশোরের হার্ট ট্রান্সপ্লান্ট করা হয়।
রোবোটিক হার্ট ইমপ্লান্ট হচ্ছে, শরীরের চারপাশে রক্ত পাম্প করতে সাহায্য করে। মূলত এই প্রক্রিয়ায় বুকে কোনো ছিদ্র না করে না করে হার্ট ট্রান্সপ্লান্ট করা।
হাসপাতাল কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলেছে, এই সার্জারি করার কয়েক সপ্তাহ আগে থেকে অভিজ্ঞ ডাক্তারদের দল এই বিষয় নিয়ে কথা বলেছেন ও প্র্যাকটিস করেছেন। রোবোটিক হার্ট সার্জারিতে ছোট থেকে ছোট পরিবর্তন সম্পূর্ণ প্রক্রিয়াকে নষ্ট করতে পারে। তবে রোবোটিক হার্ট ট্রান্সপ্লান্টে ওপেন-হার্ট সার্জারির সময় যেসব সমস্যা সৃষ্টি হয় সেই জটিলতা কম।
গত বছর সৌদি আরবে ৬৬ বছর বয়সি একজনের ওপর রোবোটিক লিভার ট্রান্সপ্ল্যান্ট সফলভাবে সম্পন্ন করেছে।









