মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৮ সালে সংঘটিত সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের ঘটনায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে সমর্থন জানিয়ে দাবি করেন, খাসোগি হত্যাকাণ্ড সম্পর্কে ক্রাউন প্রিন্স কিছুই জানতেন না।
এনডিটিভি জানিয়েছে, হোয়াইট হাউসে মঙ্গলবার (১৮ নভেম্বর) দুই নেতার বৈঠকের সময় এক সাংবাদিক খাসোগি হত্যাকাণ্ড নিয়ে প্রশ্ন তুললে ট্রাম্প বলেন, আপনি যে ভদ্রলোকের কথা বলছেন, তাকে অনেকেই পছন্দ করতেন না। যাই হোক না কেন, ঘটনা ঘটেছে, তবে ক্রাউন প্রিন্স এই সম্পর্কে কিছুই জানতেন না। অতিথিকে বিব্রত করতে এমন প্রশ্ন করার দরকার নেই।
২০২১ সালে প্রকাশিত মার্কিন গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে বলা হয়, খাসোগি হত্যাকাণ্ডের অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছিলেন সৌদি ক্রাউন প্রিন্স। তবে সৌদি কর্তৃপক্ষ দাবি করে, বেআইনি এজেন্টদের কারণে এই ঘটনা ঘটেছে। তাই ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য মার্কিন গোয়েন্দা সংস্থার ওই মূল্যায়নের বিরোধী।
এই প্রসঙ্গে সৌদি ক্রাউন প্রিন্স হত্যাকাণ্ডের বিষয়ে সৌদি আরব যথাযথ পদক্ষেপ নিয়েছে বলে উল্লেখ করেন। তিনি বলেন, খাসোগি হত্যাকাণ্ড বেদনাদায়ক এবং বড় একটি ভুল ছিল।









