সৌদি আরবের ফুটবলে বিনিয়োগ চোখে পড়ার মতো। নিজ দেশের লিগকেও ব্যাপক অর্থে ঢেলে সাজিয়েছে গত কয়েকবছরে। ইউরোপের তারকা ফুটবলাররা যেখানে আলো ছড়াচ্ছেন। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবার শিরোনামে এলেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনাকে কেনার প্রস্তাব ঘিরে। খবর, ১০ বিলিয়ন ইউরোর প্রস্তাব, অবশ্য তাতেও ক্লাবটি কিনতে পারছেন না।
স্প্যানিশ গণমাধ্যমে প্রতিবেদন, মোহাম্মদ বিন সালমান বিশাল অঙ্কের অর্থ খরচ করে বার্সেলোনাকে কেনার প্রস্তাব দিয়েছেন। ক্রাউন প্রিন্সের প্রস্তাবটি ১০ বিলিয়ন ইউরো তথা বাংলাদেশি মুদ্রায় প্রায় দেড় লাখ কোটি টাকার। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মতো ক্লাব অবশ্য কখনোই বিদেশী একক অংশীদারের কাছে বিক্রির জন্য নয়।
প্রস্তাবটি মূলত সৌদি আরবের ক্রীড়া খাতে প্রভাব বিস্তারের কৌশলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলা হচ্ছে, যা হতে পারে সরাসরি বিনিয়োগের মাধ্যমে বা পাবলিক বিনিয়োগ তহবিলের মাধ্যমে।
কয়েকবছর ধরেই আর্থিক সংকটে জর্জরিত বার্সা। ২.৫ বিলিয়ন ইউরো ঋণে আছে। ১০ বিলিয়নের প্রস্তাবে আমূল বদলে যেতে পারে তাদের আগামীর পরিকল্পনা। সৌদির প্রস্তাব বার্সার ঋণ মেটাতে সক্ষম হবে এবং ক্রাউন প্রিন্সকে ক্লাবের সম্পূর্ণ নিয়ন্ত্রণ দেয়ার জন্য যথেষ্ট তহবিল দেবে।
অবশ্য বার্সেলোনা বা রিয়ালের মতো ক্লাবের কখনও পুরোপুরি একক মালিকানায় থাকা সম্ভব নয়। বার্সা দীর্ঘদিন যেভাবে পরিচালিত হচ্ছে, তাতে আইনিভাবে সম্পূর্ণরূপে কিনে ফেলা সম্ভব নয়। ক্লাবটি সদস্যদের মালিকানায় আছে, যারা নির্বাচনী ও শাসন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। অর্থাৎ, কোন এক ব্যক্তি দেশি বা বিদেশি হোক, এককভাবে বার্সাকে কিনতে পারবে না। ভবিষ্যতে সৌদি পিআইএফ বার্সার আলাদা বাণিজ্যিক শাখায় বিনিয়োগ করতে পারে বলেও আলোচনা।









