বিশ্বের প্রথম দেশ হিসেবে বাংলাদেশের নাগরিকদের জন্য ইলেকট্রনিক ভিসা চালু করলো সৌদি আরব। এই ভিসা প্রক্রিয়ায় দালালদের দৌরাত্ম্য কমবে বলেও মনে করে সৌদি দূতাবাস।
রাজধানীর বারিধারায় সৌদি দূতাবাসে আয়োজিত প্রেস ব্রিফিং-এ ঢাকায় নিযুক্ত রাষ্ট্রদূত ঈশা ইউসুফ ঈশা আল দুহাইলান জানান, সৌদি যেতে ইচ্ছুক কর্মীদের ভিসা প্রক্রিয়াকে সহজ করতে ইলেকট্রনিক ভিসা পদ্ধতি চালু করা হলো। এখন থেকে রিক্রুটিং এজেন্সিগুলো অনলাইনে প্রয়োজনীয় তথ্য দিয়ে ভিসার জন্য আবেদন করতে পারবে।
রাষ্ট্রদূত জানান, কাজের জন্য সৌদি আরব যেতে কোনো অর্থ খরচ করতে হয় না। পুরোটাই সৌদি নিয়োগকর্তা বহন করে। ইলেকট্রনিক ভিসা প্রক্রিয়া হওয়ায় দালালদের দৌরাত্ম্য কমবে বলে মনে করে সৌদি দূতাবাস। কাজ ছাড়াও হজ্জ ওমরাহসহ সব ধরনের ভিসা কার্যক্রম অনলাইনে করা যাবে।
সুদান থেকে বাংলাদেশি নাগরিকদের সৌদি আরব নেওয়া প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুদান থেকে ১০০টি দেশের ৬ হাজার লোককে উদ্ধার করেছে সৌদি। বাংলাদেশের নাগরিকদেরও উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। সুদান থেকে কেউ সৌদিতে আশ্রয় চাইলে তাদের তা দেওয়া হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক শহীদুল আলম।







