বিশ্বে নাকি একই চেহারার সাত জন ব্যক্তি রয়েছে, অনেকেই এটি বিশ্বাস করেন না। তবে তারকাদের মতো দেখতে অন্য মানুষদের ছবি প্রায়ই ভাইরাল হয় সোশ্যাল হ্যান্ডেলে। যা ধাঁধা ধরিয়ে দেয় চোখে। আসল-নকল বোঝার উপায় পর্যন্ত থাকে না।
সাম্প্রতিক সময়ে যেমন ভাইরাল হয়েছে বলিউডের উঠতি অভিনেত্রী সারা আলি খানের মতো দেখতে একটি মেয়ের ছবি। জানা গেছে, সারার মতো দেখতে এই মেয়েটির নাম হল ইশিকা জাইওয়ানি। যার ইনস্টাগ্রামে হাজার হাজার ফলোয়ার রয়েছে।
নিজের অ্যাকাউন্টে ইশিকা ভ্রমণ এবং তার লাইফস্টাইল সংক্রান্ত ছবি এবং ভিডিও পোস্ট করেন। তিনি ভাল নাচেন এবং সারার সঙ্গে তার মুখের সাদৃশ্য রয়েছে। মেয়েটি অভিনেত্রীর সঙ্গে কয়েকবার দেখাও করেছে এবং সারার সঙ্গে বানিয়েছে মজাদার সব রিলস।
সম্প্রতি ইশিকা তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সারার সঙ্গে নিজের ছবি পোস্ট করেছেন। একই পোশাক পরা, সারা এবং ইশিকা এই ছবিতে যেন একে অপরের “জেরক্স কপি” হিসাবে উপস্থিত হয়ে দর্শকদের চমকে দিয়েছিলেন। তাদের ভিন্ন ভিন্ন নাকের গঠন ব্যতীত, চেহারা প্রায় একইরকম।
সাইফ আলি খান ও অমৃতা সিং-এর প্রথম সন্তান সারা আলি খান। ২০১৮ সালে যিনি ‘কেদারনাথ’ সিনেমার মধ্য দিয়ে বলিউডে পা রেখেছেন। প্রথম ছবি থেকেই সারা বুঝিয়েছেন তিনি জাত অভিনেতা। এরপর একে একে ‘লাভ আজকাল’, ‘জারা হটকে জারা বাচকে’, আতরাঙ্গি রে’-এর মতো ছবিতে সারার কাজ মন ছুঁয়ে নিয়েছে তার অনুরাগীদের।
বর্তমানে সারার হাতে রয়েছে দুই দুটি ওটিটি প্রজেক্ট যার একটি ‘মার্ডার মুবারক’ ও অপরটি ‘এ ওয়াতন মেরে ওয়াতন’।







