সদ্যই মুক্তি পেয়েছে বলিউড পরিচালক অনুরাগ বসুর নতুন ছবি ‘মেট্রো ইন দিনো’। এ ছবির ভিন্ন গল্প মুগ্ধ করেছে দর্শকদের। শুক্রবার (৪ জুলাই) মুক্তি পাওয়া ছবিটির প্রাথমিক আয় কম ছিল। তবে চলচ্চিত্র সমালোচক ও দর্শকদের প্রশংসা শুনে বিপুল সংখ্যক মানুষ ছবিটি দেখতে যাচ্ছেন।
এর প্রভাব ছবির বক্স অফিসে চোখে পড়ার মতো। ফলে মুক্তি পেতে না পেতেই বাড়ছে আয়, এখনও পর্যন্ত ছবিটি ভালো ব্যবসা করেছে।
বক্স অফিসে ছবিটি তিন দিনে ১৬ কোটি টাকার মাইলফলক অতিক্রম করেছে। মুক্তির তৃতীয় দিনে ‘মেট্রো ইন দিনো’ আয় করেছে প্রায় ৭.২৫ কোটি টাকা। শুক্রবার (৪ জুলাই) এটি প্রায় সাড়ে তিন কোটি টাকা দিয়ে বক্স অফিসে খাতা খোলে এই ছবি, তারপরে শনিবার (৫ জুলাই) লাফিয়ে ছয় কোটিতে পৌঁছে যায় এই ছবির আয়। রবিবার (৬ জুলাই) আসতে সেই আয়ের পরিমাণ আরও বাড়ে, এই দিনই ছবিটি এখনও পর্যন্ত সর্বোচ্চ আয় করেছে।
‘মেট্রো ইন দিনো’ ছবির গল্পে আবেগ, সম্পর্কের বিভ্রান্তি এবং জীবনের বাস্তব গল্পগুলি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। এই কারণেই মাল্টিপ্লেক্সের দর্শকরা এটি নিয়ে ইতিবাচক কথা বলছেন। এখন সবার চোখ সোমবারের আয়ের দিকে। খুব বেশি কম আয় না হলে এই সপ্তাহে ‘মেট্রো ইন দিনো’ ছবির আয় ২০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
এই ছবিতে অভিনয়ে রয়েছেন সারা আলি খান, আদিত্য রায় কাপুর, অনুপম খের, নীনা গুপ্তা, পঙ্কজ ত্রিপাঠি, কঙ্কনা সেনশর্মা, আলি ফজল এবং ফাতিমা সানা শেখ। ‘মেট্রো ইন দিনো’ ছবিটি রচনা ও পরিচালনা করেছেন অনুরাগ বসু। টি-সিরিজের সহযোগিতায় ১০০ কোটি টাকা বাজেটে নির্মিত হয়েছে।









