সপ্তাহখানেক আগে লাতিন আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে বোতাফোগো। আরও একটি ট্রফি ধরা দিল ক্লাবটির। সাও পাওলোকে হারিয়ে ২৯ বছর পর ব্রাজিলিয়ান লিগ চ্যাম্পিয়ন হয়েছে ক্লাবটি।
সোমবার ব্রাজিলের শীর্ষ লিগ সিরি-এ’র ম্যাচে সাও পাওলোকে ২-১ গোলে হারায় বোতাফোগো। ঘরের মাঠে ৩৭ মিনিটে জেফারসন সাভারিনোর গোলে এগিয়ে যায় বোতাফোগো। ৬৩ মিনিটে সাও পাওলোকে সমতায় ফেরান উইলিয়াম গোমেজ। যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে গ্রেগোরের গোলে জয় নিশ্চিত হয় ক্লাবটির।
৩৮ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে শিরোপা জিতেছে বোতাফোগো। সমান ম্যাচে ৭৩ পয়েন্ট নিয়ে রানার্সআপ পালমেইরাস। বোতাফোগোর তৃতীয় সিরি-এ শিরোপা এটি। ১৯৬৮ সালে প্রথমটি জেতে তারা। ১৯৯৫ সালে দ্বিতীয়বার ব্রাজিল সেরার খেতাব জিতেছিল।
২০২২ সালে ইংলিশ ক্লাব ক্রিস্টাল প্যালেসের সহ-মালিক যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী জন টেক্সটর বোতাফোগোকে কিনেছেন। গত সপ্তাহে অ্যাটলেটিকো মিনেইরোকে ৩-১ গোলে হারিয়ে কোপা লিবার্তোদোরেস শিরোপা জিতেছে দলটি। যুক্তরাষ্ট্রে গড়াতে চলা ৩২ দলের ক্লাব বিশ্বকাপের টিকিটও নিশ্চিত করেছে ক্লাবটি।









