ব্রাজিলের জন্য আবারও দুঃসংবাদ। অহরহ চোটে পড়া নেইমার আবারও চোটে। এ মৌসুমে চতুর্থবার চোটে পড়েছেন তিনি। চোট যেন তার নিত্যসঙ্গী হয়ে উঠেছে। সান্তোস তারকা ফরোয়ার্ডকে পাবে না বছরের আর কোন ম্যাচে।
নেইমার হাঁটুর চোটে পড়েছেন। হাঁটুর মেনিস্কাসের চোটে চলতি বছরের বাকিটা মাঠের বাইরে থাকবেন ৩৩ বর্ষী। আগের তিন চোট ছিল হ্যামস্ট্রিংয়ে। মাঠের বাইরে থাকতে হয়েছে ১২৩ দিন। সান্তোসের হয়ে অনুপস্থিত থেকেছেন ১৭ ম্যাচে।
ব্রাজিলের সংবাদমাধ্যম নিশ্চিত করছে, সান্তোসের হয়ে নেইমারের ২১ নভেম্বর সবশেষ ম্যাচের ঘটনা, মিরাসোলের বিপক্ষে এক ডিফেন্ডারকে কাটিয়ে এগোতে গিয়ে তিনি ব্যথা অনুভব করেন। মাটিতেও লুটিয়ে পড়েন।
ওই ম্যাচে মাঠের খেলায় পুরোসময়ই ছিলেন নেইমার। ম্যাচে পাওয়া চোট পরে গুরুতর চোট হিসেবে নিশ্চিত হয়। ঘটনার ৭ দিন পেরিয়ে গেলেও সান্তোস তাকে আর কোন ম্যাচে পায়নি। শেষঅবধি এলো বছর শেষের খবর।
সান্তোস ব্রাজিলের সিরি আ’তে ২০২৫-২৬ মৌসুমে বাজে সময় পার করছে। অবনমন অঞ্চলে অবস্থান। ৩৫ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলে ১৭ নম্বরে। মৌসুমের তিন ম্যাচ বাকি। যেখানে ৩০ দলের মধ্যে ৪ দল হবে অবনমিত।
জাতীয় দলেও শঙ্কা জেগেছে নেইমারের চোট ঘিরে। ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির বিশ্বকাপ স্কোয়াডে জায়গা করে নিতে তাকে ধারাবাহিক চোট থেকে বেরিয়ে আসতে হবে।









