হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর প্যারাগুয়ের নির্বাচনে জয়লাভ করেছেন দেশটির ডানপন্থী ক্ষমতাসীন দলের মনোনীত প্রার্থী ও সাবেক অর্থমন্ত্রী সান্তিয়াগো পেনা। মধ্যপন্থী বিরোধী জোটের কঠোর প্রতিদ্বন্দ্বিতামূলক প্রচারণার পরে ধারণা করা হচ্ছিল সাত দশক ধরে ক্ষমতায় থাকা কলোরাডো পার্টি এবার হয়ত দেশটির ক্ষমতায় নাও আসতে পারে।
৪৪ বছর বয়সী অর্থনীতিবিদ এবং প্রাক্তন অর্থমন্ত্রী সান্তিয়াগো পেনা ৪২.৭ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছেন। ৯৯ শতাংশেরও বেশি ভোট গণনা শেষে মধ্যপন্থী বিরোধী জোটের মনোনীত প্রার্থী এফ্রেইন আলেগ্রের সান্তিয়াগো পেনার থেকে ১৫ পয়েন্টে পিছিয়ে রয়েছেন বলে জানিয়েছে দেশটির নির্বাচনী সংস্থা ।

বর্তমান প্রেসিডেন্টের ৫ বছরব্যাপী দায়িত্বের মেয়াদ শেষ হয়ে আসায় অনুষ্ঠিত এই নির্বাচনে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন।
উল্লেখ্য, প্যারাগুয়ে হচ্ছে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক থাকা ১৩টি দেশের মধ্যে একটি এবং দক্ষিণ আমেরিকার একমাত্র দেশ। এবারের প্রেসিডেন্ট নির্বাচনে, দেশটির সঙ্গে তাইওয়ানের সম্পর্ক ছিল অন্যতম মূল বিষয়।
পেনা তাইওয়ানের সঙ্গে সম্পর্ক বজায় রাখার প্রতি সমর্থন ব্যক্ত করলেও আলেগ্রে, তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ইঙ্গিত দিয়ে গরুর মাংস ও সয়াবিনের মতো কৃষিপণ্যের রপ্তানি বৃদ্ধি করতে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ইচ্ছা পোষণ করছিলেন।
সাম্প্রতিক বছরগুলোতে হন্ডুরাসসহ লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ বেইজিংএর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছে। হন্ডুরাস মার্চ মাসে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।









