মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে পদ্মছড়া চা বাগানে সপ্তাহব্যাপী সাঁওতাল ভাষা ও বর্ণমালার কর্মশালা শুরু হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) পদ্মছড়া চা বাগানে এ কর্মশালা উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক জনাব মো. ইসরাইল হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর।
মণিপুরী ললিতকলা একাডেমির গবেষণা কর্মকর্তা ও উপ-পরিচালক প্রভাস চন্দ্র সিংহ-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন নিবাস সাঁওতাল।
প্রকৃতির অপরূপ পদ্মছাড়া চা বাগানে সাঁওতাল ভাষা ও বর্ণমালার কর্মশালার অনুষ্ঠান স্থলে অতিথিরা উপস্থিত হলে সাঁওতাল নাচ-গানে বাদ্য যন্ত্রের মাধ্যমে অতিথিদের স্বাগত জানান সাঁওতাল জনগোষ্ঠীর শিল্পীরা। এখানে ২৫ জন শিশু কিশোর শিক্ষার্থীদের অংশগ্রহণে এই কর্মশালা পরিচালনা করা হচ্ছে।
এদিকে, উপজেলার মাগুরছড়া খাসি পুঞ্জিতে খাসি ভাষার সপ্তাহব্যাপী ভাষা ও বর্ণমালার কর্মশালার সমাপনী অনুষ্ঠানেও অংশগ্রহণ করেন জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন।
জেলা প্রশাসক শিক্ষার্থী ও প্রশিক্ষকদের সাথে খোলাখুলি মতবিনমিয় করেন। তিনি তার বক্তব্যে বলেন, ছোট ছোট শিক্ষার্থীরা তাদের আদিভাষাকে যেন ভুলে না যায়। ঐতিহ্যবাহী বর্ণমালা ও ভাষাকে ভুলে না গিয়ে যতটুকু সম্ভব জেনে রাখা উত্তম। আমাদের মাতৃভাষাকে রক্ষা করতে হবে। এজন্য জেলা ও উপজেলা প্রশাসনের সহযোগিতা অব্যাহত থাকবে।









