প্রয়াত হয়েছেন এক সময়ের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোর। গেল শনিবার রামপুরার ভাড়া বাসা থেকে এই শিল্পীর মরদেহ উদ্ধার করে পুলিশ। উদ্ধারের দিন চারেক আগে মৃত্যু হলেও প্রাথমিক তদন্তে অস্বাভাবিক কিছু পাওয়া যায়নি বলেই পুলিশ জানিয়েছে।
এদিকে শিল্পীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তাকে নিয়ে স্মৃতিচারণ করছেন সংগীত অঙ্গন থেকে শুরু করে সিনেমার মানুষেরাও। বিশেষ করে এক সময়ের দর্শকপ্রিয় চিত্রতারকা ওমর সানী মনি কিশোরের মৃত্যুতে শোকাহত।
এ শিল্পীর জনপ্রিয় ‘কী ছিলে আমার’ গানটি ব্যবহার হয়েছিল চিত্রনায়ক ওমর সানী অভিনীত ‘কে অপরাধী’ সিনেমায়। পর্দায় তিনিই ঠোঁট মিলিয়েছিলেন। মনি কিশোরের মৃত্যুতে সেই গানটিই বার বার ফিরে আসছে!
মনি কিশোরের সেই কালজয়ী গান নিজের ঠোঁটে নেয়া ওমর সানী অন্যদের চেয়ে ঢের বেশী স্মৃতিকাতর। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কী ছিলে আমার, স্মৃতিতে মনি কিশোর’ শিরোনামে বলেন, ‘‘মনি কিশোর আমার বন্ধু ছিল। তার কয়েকটা গান আমার সঙ্গে মিশে একাকার হয়েছিল। সবসময় ফোন দিত। সবসময় রাগ করে বলতাম, ‘এত রাগ-অভিমান ভালো না, গান কর।’ ও আমাকে বলত, ‘শুধুই তোমার জন্য গান করব’। বন্ধু চলে গেলা ফাঁকি দিয়ে। কী ছিলে আমার বলো না তুমি, আছি তো আগেরই মতো এখনও আমি।’’
‘কী ছিলে আমার’ ছাড়াও ‘সেই দুটি চোখ কোথায় তোমার’, ‘তুমি শুধু আমারই জন্য’, ‘মুখে বলো ভালোবাসি’, ‘আমি মরে গেলে জানি তুমি’ প্রভৃতি গান দিয়ে শ্রোতাপ্রিয়তা পেয়েছিলেন মনি কিশোর।









