স্বামী সাইয়াদ আনাসের সঙ্গে হজে গেলেন বলিউডের সাবেক অভিনেত্রী সানা খান। ইনস্টাগ্রামে তার হজ পালন করতে যাওয়ার বিষয়টি জানিয়েছেন সানা নিজেই।
পবিত্র হজ পালনের উদ্দেশে মক্কায় অবস্থান করছেন সানা। ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ভিডিও ও ছবি প্রকাশ করেছেন। জানিয়েছেন, তার বহু দিনের স্বপ্ন পূরণ হয়েছে।
‘হাল্লা বোল’, ‘জয় হো’, ‘ওয়াজাহ তুম হো’ এবং ‘টয়লেট: এক প্রেম কথা’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন সানা খান। ‘বিগ বস’র পাশাপাশি ‘খতড়ো কে খিলাড়ি’ রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছেন তিনি। এছাড়া ভারতের দক্ষিণী সিনেমাতেও অভিনয় করেছেন সানা।
২০২০ সালের অক্টোবরে হঠাৎ করেই অভিনয় জগতকে চিরবিদায় জানিয়েছেন সানা খান। ১৫ বছরের সুদীর্ঘ অভিনয় জীবনে ইতি টেনে ইসলাম নির্দেশিত ধর্মীয় জীবনের পথ বেছে নিয়েছেন প্রাক্তন অভিনেত্রী।
এরপর এক মাসের মধ্যে গুজরাটের হীরা ব্যবসায়ী মুফতি আনাসকে বিয়ে করেন। বিয়ের পরেই নিজের নামে বদলে রাখেন সাইয়াদ সানা খান।
সূত্র: হিন্দুস্তান টাইমস







