হাঙ্গেরির বুদাপেস্টে বিশ্ব সাঁতার প্রতিযোগিতায় নিজেদের টাইমিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশের সামিউল ইসলাম ও যুথী খাতুন। হিটে বিদায় নিলেও নিজেদের সেরা টাইমিং করতে পেরেছেন দুজনই।
বৃহস্পতিবার ছেলেদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ২৫.০৯ সেকেন্ড সময় নিয়ে সাঁতার শেষ করেছেন সামিউল। তার ক্যারিয়ারসেরা টাইমিং এটি। গতমাসে জাতীয় সাঁতারে সামিউল ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ২৬.৭৯ সেকেন্ড সময় নিয়ে জাতীয় রেকর্ড গড়েছিলেন। হাঙ্গেরিতে ৫০ জনের মধ্যে ৪৮তম হয়েছেন লাল-সবুজর এ প্রতিনিধি।
মেয়েদের ৫০মিটার ব্যাকস্ট্রোকে ৩১.৯৪ সেকেন্ড সময় নিয়েছেন যুথী। যা তার আগের সেরা টাইমিং থেকে ০.০৮ সেকেন্ড কম। ৫৬ জনের মধ্যে ৫০তম হয়েছেন। তবে নিজের ১ নম্বর হিটে ৮ জনের মধ্যে অর্জন করেছেন তৃতীয় স্থান।
১০০ মিটার ব্যাকস্ট্রোকে ৫৪.৩৭ সেকেন্ড সময় নিয়েছে সামিউল। এর আগে জাতীয় সাঁতারে ৫৮.২৭ সেকেন্ড সময় নিয়েছিলেন।









