Advertisements
ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ-২০২৩ এর সেরা বাংলাবিদ হয়েছেন সিলেটের সামিরা মুকিত চৌধুরী। দ্বিতীয় অনুশ্রী বণিক ও তৃতীয় হয়েছেন মনামী জামান। পঞ্চম বর্ষের এই মহোৎসবে আয়োজকরা বলেন, বাংলা ভাষাকে বিশ্বজুড়ে আরো ছড়িয়ে দিতে এই ধারা অব্যাহত থাকবে।






