সম্প্রতি ছবির প্রচারে গিয়ে হেনস্থার শিকার হয়েছিলেন দক্ষিণী চলচ্চিত্রের অভিনেত্রী নিধি আগারওয়াল। এবার তেমনই পরিস্থিতির মুখোমুখি হলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। একটি অনুষ্ঠানে গিয়ে উন্মত্ত জনতার ভিড়ে রীতিমত চিঁড়েচ্যাপ্টা দক্ষিণী অভিনেত্রী। হায়দরবাদের এই বিশৃঙ্খলার ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল। সমালোচনায় সরব নেটিজেনরা। অনুষ্ঠানের আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে।
জানা গেছে, রবিবার (২১ ডিসেম্বর) হায়দরাবাদে একটি শাড়ির শোরুম উদ্বোধনে অংশ নেওয়ার কথা ছিল সামান্থার। তার পরনে ছিল কালো এবং রূপালি জরির মিশেলের শাড়ি। সময়মতো অনুষ্ঠানস্থলে পৌঁছেও যান তিনি। তবে মঞ্চ থেকে নেমে গাড়ির দিকে যাওয়ার সময় আচমকা যেন জনসমুদ্র। একঝাঁক উন্মত্ত জনতা যেন ঘিরে ধরে তাকে।
ভিড়ের চাপে চিড়েচ্যাপ্টা দশা অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও অনুযায়ী, নিরাপত্তারক্ষীরা ভিড় সামলানোর মরিয়া চেষ্টা করছেন। তবে পরিস্থিতি এতটাই নিয়ন্ত্রণের বাইরে যে নিরাপত্তারক্ষীরা কার্যত ব্যর্থ হন। আবার এদিকে, নিরাপত্তারক্ষীদের সাহায্য ছাড়া এক পা-ও এগোতে পারছিলেন না অভিনেত্রী। দমবন্ধ করা পরিস্থিতি তৈরি হয়। যদিও সামান্থা মেজাজ হারাননি। ভিড়ে চিঁড়েচ্যাপ্টা হওয়ার পরেও ঠোঁটের কোণে হালকা হাসির ঝিলিক দেখতে পাওয়া যায়। বেশ কিছুক্ষণ পর অভিনেত্রী নিজের গাড়িতে পৌঁছতে সক্ষম হন।
এদিকে দিনকয়েক আগে ‘দ্য রাজা সাব’ ছবি গান লঞ্চের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হেনস্তার শিকার হন শিল্পী নিধি আগারওয়াল। অনুষ্ঠান থেকে ফেরার পথে কয়েকশো মানুষ তাকে ঘিরে ধরে। অভিযোগ বেশ কয়েকজন অশালীন স্পর্শও করে তাকে। যাতে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন অভিনেত্রী। পোশাক সামলে কোনক্রমে ঘটনাস্থল ছাড়েন। এই ঘটনার মাত্র কয়েকদিনের মধ্যেই সামান্থার হেনস্তায় বিব্রত অনুরাগীরা।
সোশাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিও দেখে ক্ষুব্ধ নেটিজেনরা। হায়দরাবাদের ওই অনুষ্ঠানের আয়োজকদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। কেন আগের ঘটনা থেকে শিক্ষা নিয়ে উপযুক্ত নিরাপত্তার বন্দোবস্ত করা হল না, সে প্রশ্ন তোলেন কেউ কেউ। তারকাদের নিরাপত্তা বলে কি তবে কিছুই নেই, নেটিজেনদের একাংশ এই প্রশ্ন তুলেও গলা ফাটাচ্ছেন। আবার কেউ কেউ আয়োজকদের ক্লিনচিট দিয়েছেন। নেটিজেনদের একাংশের মতে, অনুরাগীদের আরও একটু নিজেদের উপর নিয়ন্ত্রণ রাখা উচিত। নইলে কোন আয়োজক সংস্থাই সামাল দিতে পারবে না।- এনডিটিভি









