দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অভিনেতা এবং পরিচালক অভিনেতা রাহুল রবীন্দ্রন সম্প্রতি একটি পুরনো ছবি শেয়ার করেছেন। ছবিটি ১৪ বছর আগে তোলা। ছবির নায়িকা আর কেউ নন সামান্থা রুথ প্রভু। প্রথম ছবির কাজ শুরু করার আগে তোলা হয়েছিল ছবিটি।
রবিবার ইন্ডাস্ট্রিতে ১৩ বছর পূর্ণ করেছেন সামান্থা। অভিনেত্রীকে শুভেচ্ছা জানাতে ১৪ বছর আগে তোলা ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, ‘দেখুন কোন ছবিটি পেয়েছি… ১৪ বছর আগে রোহিত রবীন্দ্রন ট্যারেসে ছবিটি তুলেছিলেন। ১৩ বছর পূর্ণ করায় অভিনন্দন স্যামি… আরও অনেক দশক যেতে হবে।’
ছবিটি শেয়ার করার কমেন্ট বক্সে সামান্থার ভক্তরা রাহুলকে ধন্যবাদ জানিয়েছেন। প্রিয় তারকার অদেখা ছবিটি দেখে আপ্লূত ভক্তরা।
সামান্থার প্রথম ছবি ছিল ‘ইয়ে মায়া ছেসাভে’। এই ছবিতে সামান্থার বিপরীতে অভিনয় করেছিলেন অভিনেত্রীর সাবেক স্বামী নাগা চৈতন্য আক্কিকেনি।
অভিনেত্রীকে সর্বশেষ দেখা গেছে তেলেগু অ্যাকশন থ্রিলার ‘যশোদা’-তে। এই ছবিতে অভিনেত্রী একজন সারোগেট মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। বক্স অফিসে ভালো ব্যবসা করেছে ছবিটি।
Look at this photo I found… @Rohit_Ravindran clicked it 14 years back on our terrace:) Congratulations on 13 years Sammy… here’s to many more decades 🥂😊 https://t.co/rlYoEvhMaG pic.twitter.com/RQ196MDeud
— Rahul Ravindran (@23_rahulr) February 26, 2023
সূত্র: হিন্দুস্তান টাইমস








