সামাজিক মাধ্যমে সামান্থা রুথ প্রভুর একটি ছবি নিয়ে চলছে চর্চা। ছবিটি দেখে ভক্তদের মনে প্রশ্ন, আবারও কি জুড়ছে নাগা চৈতন্য এবং সামান্থা রুথ প্রভুর সংসার?
সামান্থা তার ইনস্টাগ্রামে একটি সাদা টপ, জ্যাকেট পরা ছবির কোলাজ শেয়ার করেছেন। সেই ছবিগুলির মধ্যে একটিতে, তার ‘চায়’ ট্যাটু (নাগা চৈতন্যের ডাক নাম) নেটিজেনদের নজরে পড়েছে।
নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের পরে অনেকেই মনে করেছেন সামান্থা হয়তো ট্যাটুটি মুছে ফেলেছেন। কিন্তু সাম্প্রতিক ছবি তা ভুল প্রমাণ করে দিল। ছবিতে সামান্থাকে দেখে অনেকের মনে হয়েছে ট্যাটুটি দেখাতে চাইছেন অভিনেত্রী। ভক্তদের মনে হয়েছে নাগা-সামান্থা জুটি হয়তো আবার এক হতে চলেছেন।
চলতি বছরের শুরুতে, নাগা চৈতন্য একটি সাক্ষাৎকারে বলেছিলেন, এক বছর আগে বিবাহবিচ্ছেদ হয়েছে তাদের। বিচ্ছেদের কারণ প্রকাশ করেননি তারা। তবে এই জুটির বিচ্ছেদে তাদের ভক্তদের হৃদয় ভেঙে গেছে। এখনও তাদের একসঙ্গে জুড়ে যাওয়ার আশায় রয়েছেন ভক্তরা। সামান্থার এই ছবি তাদের মধ্যে আশার অনুভূতি জাগিয়েছে।
২০১৭ সালের অক্টোবরে, দক্ষিণ ভারতের দুই জনপ্রিয় তারকা নাগা চৈতন্য এবং সামান্থা রুথ প্রভু হিন্দু ও খ্রিস্টান রীতি অনুযায়ী একে অপরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন। ২০২১ সালের অক্টোবরে ঠিক বিয়ের চার বছর পর, দম্পতি একে অন্যের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং তারপর থেকেই তাদের আলাদা জীবনে ব্যস্ত থাকতে দেখা যায়।
সূত্র: হিন্দুস্তান টাইমস







