প্রাক্তন স্বামী নাগ চৈতন্যের বিয়ের বছর ঘোরার আগে একই মাসে নাকি বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু! পাত্র ‘ফ্যামিলি ম্যান ৩’ সিরিজের নির্মাতা রাজ নিদিমরু। শোনা যাচ্ছে, বিয়ে হবে কোয়েম্বত্তূরে, ঈশা ফাউন্ডেশনের অন্দরে। খবর কানে আসতেই গর্জে উঠলেন রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী।
কয়েক মাস ধরেই গুঞ্জন চলছিল তাদের প্রেমের। বিভিন্ন সময়ে দেখা গেছে, সামান্থা যেখানেই গেছেন, সেখানেই তার সঙ্গে রয়েছেন রাজ। কখনও একসঙ্গে তারা তিরুপতির মন্দিরে, কখনও আবার বিমানে রাজের কাঁধে মাথা রাখার ছবি প্রকাশ্যে এনেছেন সামান্থা নিজেই।
সম্প্রতি রাজের কোমর জড়িয়ে ছবিও ভাগ করে নেন। শোনা যায়, শোভিতা ধুলিপালার সঙ্গে নাগের বিয়ে হতেই নিজের সম্পর্কে সিলমোহর দিতে উতলা হয়েছিলেন অভিনেত্রী। অন্যদিকে, সামান্থার বিয়ের খবর শুনে রাজের প্রাক্তন স্ত্রী শ্যামলী বলেন, “বেপরোয়া মানুষজন, বেপরোয়া সিদ্ধান্ত।”
সংবাদমাধ্যম ফিল্মিবিটের সূত্রের খবর, ১ ডিসেম্বরেই নাকি চার হাত এক হচ্ছে। এরইমধ্যে সোশাল মিডিয়ায় বিয়ের ছবি শেয়ার করে সব গুঞ্জনের অবসান করলেন সামান্থা।
নিজের ইনস্টাগ্রামে সোমবার দুপুরে বেশকিছু ছবি শেয়ার করেন এই নায়িকা। যেখানে বিয়ের বিভিন্ন মুহূর্তের দেখা মেলে! সামান্থা ছবিগুলো শেয়ার করার পর মুহূর্তে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়! ৩০ মিনিটের কম সময়ে প্রায় মিলিয়ন রিয়েকশনও জুটে!- ইকোনোমিক টাইমস









