শ্রীলঙ্কান ঘরোয়ার সাবেক খেলোয়াড় সালিয়া সামানকে সব ধরণের ক্রিকেট থেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এমিরেটস ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতি বিরোধী আইন ভঙ্গ করায় তাকে এ শাস্তি দেয়া হয়েছে। আইসিসি দুর্নীতি বিরোধী একটি আদালত তাকে এ শাস্তি দেয়।
পূর্ণাঙ্গ শুনানি ও লিখিত এবং মৌখিক যুক্তিতর্ক উপস্থাপনের পর ট্রাইব্যুনাল সামানকে দোষী সাব্যস্ত করেছে। আইসিসি ইসিবির দুর্নীতি বিরোধী নীতিমালার তিনটি ধারাতে শাস্তি দিয়েছে সামানকে। ধারা তিনটি হল-
২০২১ সালের আবুধাবি টি-১০ লিগের ম্যাচ বা ম্যাচের অংশ ফিক্সিং, সাজানো বা বেআইনিভাবে প্রভাবিত করার চেষ্টায় অংশ নেওয়ায় ২.১.১ ধারা ভঙ্গ হয়েছে। আরেকজন অংশগ্রহণকারীকে দুর্নীতিগ্রস্ত কর্মকাণ্ডে জড়ানোর বিনিময়ে পুরস্কারের প্রস্তাব দেওয়ায় ধারা ২.১.৩ এবং সরাসরি বা পরোক্ষভাবে কোনও অংশগ্রহণকারীকে ধারা ২.১ ভঙ্গ করতে প্রলুব্ধ, প্ররোচিত, নির্দেশ, উৎসাহিত বা সহায়তা করায় ধারা ২.১.৪ ভঙ্গ হয়েছে।
সামানের বিরুদ্ধে ২০২৩ সালের সেপ্টেম্বরে অভিযোগ ওঠে। ওই সময় তিনিসহ মোট আটজনের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। এই অভিযুক্তদের মধ্যে ছিলেন বাংলাদেশের অলরাউন্ডার নাসির হোসেনও। ২০২৪ সালের জানুয়ারিতে এ ক্রিকেটারকে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়। নাসিরের শাস্তির মেয়াদ শেষ হয়েছে গত এপ্রিলে।
সামানের এ শাস্তি কার্যকর হবে তাকে সাময়িক নিষেধাজ্ঞা দেয়ার সময় ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে।









