সোমবার আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মতামত জানাচ্ছেন টেলিভিশন তারকা থেকে কন্টেন্ট ক্রিয়েটররা। নিজের অবস্থান জানিয়ে আক্রান্ত শিক্ষার্থীদের প্রতি জানাচ্ছেন সহমর্মিতা।
জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির শিক্ষার্থীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।
পোস্টে সালমান লিখেছেন, ‘এমন কোনো শিক্ষার্থী আছেন যার ওপর হামলা করা হয়েছে কিংবা হলে ঢুকতে পারছেন না? আমি আপনাদের দায়িত্ব নেব। লক্ষ মেসেজ কিংবা পোস্ট থেকে আপনাদের খুঁজে বের করা আমার জন্য অসম্ভব যদিও। আমাদের যদি কোনো মিউচুয়াল ফ্রেন্ড থেকে থাকে লিস্টে, তাহলে তাদের মাধ্যমে আমাকে নক করুন।’
তিনি আরও বলেন, ‘আমি দুঃখিত আপাতত এতটুকুই করতে পারবো সর্বোচ্চ। আপনাদের যদি থাকার জায়গা লাগে বা চিকিৎসা লাগে, আমি আছি। মাত্র কিছু ভিডিও দেখলাম যেখানে মানুষ হলে ঢুকতে পারছে না…ক্ষমা চাচ্ছি আবারও যদি এতটুকু যথেষ্ট না হয়। সত্যিই আমার মন ভেঙে গেছে এবং আমি বিব্রত। জনপ্রিয় হওয়া স্বত্বেও কোনো কাজে আসতে না পেরে আমি লজ্জিত।’
কোটা সংস্কারের দাবিতে ১ জুলাই থেকে শিক্ষার্থীরা আন্দোলন করছেন। সোমবার (১৫ জুলাই) দুপুর ২টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ হয়। আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দফায় দফায় হামলা চালানো হয়।









