নতুন রেঞ্জ রোভার গাড়ি কিনলেন সালমান খানের দেহরক্ষী শেরা। তার এই গাড়ির মূল্য ১.৪ কোটি রুপি যা বাংলাদেশি মুদ্রায় দেড় কোটি টাকার বেশি।
বলিউড তারকাদের চেয়ে কম জনপ্রিয় নন সালমানের দেহরক্ষী শেরা। শুধু সালমানই নন- জাস্টিন বিবার, মাইকেল জ্যাকসন, উইল স্মিথ, জ্যাকি চ্যানের মতো বিশ্ব বিখ্যাত তারকাদেরও সুরক্ষা দিয়েছিলেন শেরা। প্রায় ৩০ বছর ধরে বলিউড সুপারস্টার সালমান খানের দেহরক্ষী হিসেবে রয়েছেন শেরা। সামাজিক মাধ্যমেও শেরা তুমুল জনপ্রিয়।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নতুন গাড়ির সঙ্গে ছবি শেয়ার করেছেন শেরা। সেখানে অভিনন্দন জানিয়েছেন তারকাদের অনেকেই। সেই সাথে শুভকামনা জানিয়েছেন সালমান ভক্তরা ও শেরার ফলোয়াররা।
সর্বক্ষণ সালমানের ছায়া হয়ে থাকা এই দেহরক্ষী কত টাকা বেতন পান, এই নিয়ে সালমান ভক্তদের কৌতূহলের শেষ নেই।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, প্রতি মাসে শেরাকে ১৫ লক্ষ রুপি বেতন দেন সালমান। বছর শেষে যা দাঁড়ায় ১ কোটি ৮০ লাখ রুপিতে।
সূত্র: হিন্দুস্তান টাইমস









