বলিউডে সালমান খান এবং সাজিদ নাদিয়াদওয়ালা জুটি মানেই যেন ধামাকা। সেই ধামাকার ধারাবাহিকতাই এবার আসতে চলছে সালমান-সাজিদ জুটির পরবর্তী সিনেমা ‘সিকান্দার’। যেখানে প্রথমবার সালমানের বিপরীতে দেখা যাবে দক্ষিণ ভারতীয় জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানাকে।
এবার জানা গেল, কবে থেকে শুরু হবে আসন্ন এই সিনেমার শুটিং। জানা গেছে, সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এবং এ আর মুরুগাদোস পরিচালিত এই শ্বাসরুদ্ধকর এরিয়াল অ্যাকশন সিকোয়েন্সটির শুটিং শুরু হবে আগামী ১৮ জুন থেকে। শুধু তাই নয়, আসন্ন ছবিটির প্রথম শুটিং শিডিউলটি একটি দর্শনীয় অ্যাকশন দৃশ্যের সাথে শুরু হবে। যেখানে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৩৩ হাজার ফুট উপরে একটি বিমানে চড়ে শুট সারবেন সালমান।
এদিকে গেল বছর ‘টাইগার থ্রি’র মুক্তির পর থেকেই সালমানের পরবর্তী সিনেমার অপেক্ষায় তার ভক্তরা। তাই তার নতুন ছবির ঘোষণা আসতেই ছবিটির প্রতিটি আপডেট জানাতে ব্যাকুল থাকেন সালমান ভক্তরা।
প্রযোজক সাজিদ নাদিয়াওয়ালার সঙ্গে এর আগেও একাধিক ছবিতে কাজ করেছেন সালমান। যেই তালিকায় রয়েছে ‘কিক’, ‘জুড়ুয়া’, ‘মুঝসে শাদি কারোগি’, ‘জানে মান’ সহ আরও বেশ কিছু ছবি। যেগুলো প্রত্যকটি ছবিই ছিল ব্যবসা সফল। তাইতো ‘সিকান্দার’ নিয়েও দর্শকদের প্রত্যাশা অনেক বেশি। ছবিটি ২০২৫ সালের ঈদে মুক্তি পেতে পারে বলে জানা যাচ্ছে।- বলিউড হাঙ্গামা









