২০২৪ সালে সালমান খানের বাড়ি লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীকারীরা। তার কিছু মাসের মধ্যেই গুলিবিদ্ধ হয়ে খুন হন বাবা সিদ্দিকী। এসব ঘটনার পর আরও আঁটোসাঁটো করা হয়েছে ভাইজানের নিরাপত্তা। তবে এবার সেটাকে নিশ্ছিদ্র করতে নতুন করে সাজানো হচ্ছে তার বাড়ি গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট!
ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, রবিবার (৫ জানুয়ারি) দেখা যায় গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে রেনোভেশনের কাজ চলছে। বাড়ির বারান্দা এবং জানালায় কাজ চলতে দেখা যায় এদিন। মনে করা হচ্ছে, লরেন্স বিষ্ণোই যে লাগাতার ভাইজান এবং তার পরিবারের লোকজনকে হত্যার হুমকি দিচ্ছে সেটার জন্যই নিরাপত্তা বাড়ানোর জন্য এই রেনোভেশনের কাজ চলছে।
টাইমস অব ইন্ডিয়ার তরফে একটি রিপোর্টে জানানো হয়েছে, বারান্দার গঠন পাল্টানো হচ্ছে। জানালাকে আরও নিশ্ছিদ্র করা হচ্ছে। এই বিষয়ে বলে রাখা ভালো সালমান খানের অনুরাগীদের মধ্যে এই বারান্দা কিন্তু দারুণ জনপ্রিয়। সেখানে এসেই তিনি তার ভক্তদের উদ্দেশ্যে হাত নাড়েন।
জানা গেছে, সালমানের বাড়ির ঠিক উল্টো দিকে আর ভিড় জমতে দেওয়া হবে না। ১৯৯৮ সালে কৃষ্ণসার হরিণ হত্যার পরই সালমাকে খুন করার হুমকি দিয়ে চলেছে বিষ্ণোই গ্যাং। জেলে বসেই ভাইজানকে হত্যার প্ল্যান কষেছেন লরেন্স বিষ্ণোই। তাই আরও বাড়ানো হচ্ছে নিরাপত্তা।- এমএসএন ডটকম









