মা-বাবার সঙ্গে বলিউড সুপারস্টার সালমান খানের সম্পর্ক সবসময় মধুর। তিনি যতই ব্যস্ত থাকেন না কেন, মা-বাবাকে সময় দিতে ভোলেন না। সম্প্রতি সামাজিক মাধ্যমে সালমানের সঙ্গে তার মায়ের একটি ছবি ছড়িয়ে পড়েছে যেখানে মাকে সিঁড়ি থেকে হাত ধরে নামাতে দেখা গেছে অভিনেতাকে। সালমানের এই ছবি প্রশংসা কুড়াচ্ছে।
মঙ্গলবার ছিল সোহেল খানের জন্মদিন। জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন সালমা খানও। ফেরার পথে সিঁড়ি দিয়ে নামার সময় মায়ের হাত ধরেন সালমান। এরপর পাপারাজ্জিদের গাড়ির পাশ থেকে সরে দাঁড়াতে বলেন। এরপর মাকে গাড়িতে তুলে দিয়ে নিজের গাড়িতে ওঠেন অভিনেতা। তার আগে পাপারাজ্জিদের উদ্দেশে হাত নাড়ান।
সামাজিক মাধ্যমে এই ভিডিও দেখে সালমানের দায়িত্বশীলতার প্রশংসা করছেন ভক্তরা। এক ভক্ত মন্তব্য করেছেন, ‘সেরা সন্তান।’ আরেকজন লিখেছেন, ‘আপনি সকলের অনুপ্রেরণা।’
পার্টিতে আরও ছিলেন সেলিম খান, হেলেন, আরবাজ খান, অর্পিতা খান, আয়ুশ শর্মা। রিতেশ দেশমুখ এবং জেনেলিয়াকেও দেখা গেছে পার্টিতে।
সেলিম ও সালমার চার সন্তান রয়েছে। এরা হলেন সালমান খান, আরবাজ খান, সোহেল খান ও আলভিরা অগ্নিহোত্রী। অন্যদিকে হেলেন ও সেলিম নিঃসন্তান। যদিও সালমানদেরই নিজের সন্তানের মতোই ভালবাসেন হেলেন। সেলিম খান ও হেলেনের দত্তক কন্যা অর্পিতা।
সূত্র: হিন্দুস্তান টাইমস







