বলিউড অভিনেতা সালমান খানকে আবারও হত্যার হুমকি দেওয়া হয়েছে। অজ্ঞাতপরিচয়ে অভিনেতার কাছে ২ কোটি টাকা দাবি করে মুম্বাই পুলিশের ট্র্যাফিক হেল্পলাইন নম্বরে হোয়াটসঅ্যাপে বার্তাটি পাঠানো হয়েছে।
সেই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে ওরলি পুলিশ। টাকা না দিলে সালমান খানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে অজ্ঞাতপরিচয় এই প্রেরক। পুলিশ জানিয়েছে তারা প্রেরককে অনুসরণ করতে শুরু করেছে।
এর আগেও এক ব্যক্তি অজ্ঞাত পরিচয়ে মেসেজ পাঠিয়ে সালমানকে হুমকি দিয়ে অর্থ দাবী করেছিলেন। সেই ব্যক্তিকে গত সোমবার নয়ডা থেকে আটক করা হয়।
এদিকে, সলমন খান ও এনসিপি নেতা জিশান সিদ্দিকিকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে উত্তর প্রদেশের নয়ডা থেকে ২০ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে মুম্বাইয়ের পুলিশ। সোমবার ওই ব্যক্তিকে নয়ডা থেকে আটক করা হয়।
বাবা সিদ্দিকির মৃত্যুর পর সালমান তার নিরাপত্তা নিয়ে খুবই উদ্বিগ্ন। কিছুদিন আগে গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের নামে সালমান খানকে হুমকি দেওয়ার অভিযোগে জামশেদপুর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করে মুম্বই পুলিশ।
সূত্র: হিন্দুস্তান টাইমস









