২০১১ সালে ‘বডিগার্ড’ সিনেমায় সালমান খানের সঙ্গে একটি ছোট্ট দৃশ্যে অভিনয় করেছিলেন শেরা। বড় পর্দায় এটি ছিল তার প্রথম উপস্থিতি। এবার ১৫ বছর পর আবার ক্যামেরার সামনে এসে দাঁড়ালেন তিনি। তবে এবার আর ভাইজানের সঙ্গে নয়, একাই করে ফেললেন আস্ত একটি বিজ্ঞাপনের শুটিং!
সামনেই রাখি, তাই রাখি উৎসব উপলক্ষে একটি বিজ্ঞাপনে কাজ করতে দেখা যায় শেরাকে। এই বিজ্ঞাপনে তিনি সকলের ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন। এ যেন ভাইজানের ভাই।
শুক্রবার (১ আগস্ট) বিপণনী সংস্থার তরফ থেকে এই বিজ্ঞাপনটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। এই বিজ্ঞাপনে দেখানো হয়েছে, নারীদের যখনই কেউ বিরক্ত করছেন তখনই ভাই হয়ে সেখানে পৌঁছে যাচ্ছেন শেরা। বদলে বোনেরা শেরার হাতে পরিয়ে দিচ্ছেন রাখি। এইভাবে তার হাত ভর্তি হয়ে যায় রাখিতে। রাখিগুলির মধ্যে আবার একটি রাখিতে নীল আলো জ্বলতেও দেখা যায়। সবশেষে ভাইজানের ফোন আসতেই ১০ মিনিটে সেখানে পৌঁছে যান বডিগার্ড শেরা, ঠিক যেমন ক্রেতাদের বাড়িতে ১০ মিনিটে ডেলিভারি হয়ে যায় প্রয়োজনীয় জিনিস।
শেরার আসল নাম গুরমিত সিং জলি। ১৯৯৫ সাল থেকে সালমান খানের বডিগার্ড হিসেবে কাজ করছেন তিনি। ২০১৭ সালে মুম্বাইয়ে জাস্টিন বিবারের কনসার্ট চলাকালীন তার দেহরক্ষী হিসেবেও কাজ করেছেন তিনি। শুধু তাই নয়, ১৯৮৭ সালে মুম্বাইয়ে জুনিয়রের খেতাব পেয়েছিলেন তিনি। ১৯৮৮ সালে মিস্টার মহারাষ্ট্র জুনিয়র প্রতিযোগিতার রানার আপ হয়েছিলেন তিনি। ১৯৯০ সালে তিনি প্রথম বডিগার্ড হিসেবে কাজ শুরু করেন এবং ১৯৯৫ সাল থেকে তিনি ভাইজানের বডিগার্ড।









