সালমানের বয়স তখন মাত্র ১৬। সেই বয়সেই বিনোদন জগতে পা রেখেছিলেন তিনি। প্রথম সিনেমার আগেই বেশ কিছু বিজ্ঞাপনের কাজ করেছিলেন তিনি। প্রথম বিজ্ঞাপনে তার বিপরীতে কাজ করেছিলেন টাইগার শ্রফের মা আয়েশা শ্রফ।
১৯৮৩ সালের সেই কোমল পানীয়ের বিজ্ঞাপনে সালমান-আয়েশার সঙ্গে আরও ছিলেন সিরাজ মার্চেন্ট, সুনীল নিশ্চল, বণীশা ভ্যাজ এবং আরতি গুপ্তাও।
বিজ্ঞাপনটি শেয়ার করেছেন টাইগারের মা। লিখেছেন, ‘যখন জীবনটা খুব সাধারণ এবং আনন্দে ভরপুর ছিল। খুঁজে দেখুন তো কে কোনজন?’
আয়েশা শ্রফের পোস্ট করা ৩৯ বছর আগের এই ভিডিও দেখে নেটিজেনরাও আপ্লুত। ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গেছে। কমেন্ট বক্সে ভরেছে প্রশংসায়।
বিজ্ঞাপনে কারো মুখে কোনো সংলাপ ছিল না। স্ক্রিনে দেখানোও হয়েছে খুব অল্প। প্রমোদ তরীতে ভেসে চলেছেন সকলে। হাতে কোমল পানীয়ের বোতল নিয়ে চলছে গান-নাচ। ব্যাকগ্রাউন্ডে বেজে চলেছে বিজ্ঞাপনের জিঙ্গল।
সালমানকে দেখা যাবে ‘টাইগার থ্রি’ ছবিতে। এই ছবিতে আবারও ফিরছে সালমান-ক্যাটরিনা জুটি। পাশাপাশি সম্প্রতি নিজের আরও এক ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর প্রথম ঝলক সামনে এনেছেন অভিনেতা। শিগগির বিগ বসের নতুন সিজন নিয়েও ছোটপর্দায় ফিরবেন সালমান।
সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা







