আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন থেকে নির্বাচনের লক্ষ্যে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মনোনয়নপত্র জমা দিয়েছেন।
রোববার (২৮ডিসেম্বর) বিকাল ৪টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারি রিটানিং কর্মকর্তা শাহীন দেলোয়ারের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।
বিষয়টি নিশ্চিত করে সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদের প্রেস সচিব সাংবাদিক ছফওনয়ানুল করিম বলেন, রোববার দুপুর ২টায় ঢাকা থেকে বিমানযোগে তিনি কক্সবাজার বিমানবন্দরে অবতরন করেন। সড়ক পথে তিনি চকরিয়ায় আসেন। পরে তিনি চকরিয়া ও পেকুয়া উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারি রিটানিং কর্মকর্তা শাহীন দেলোয়ারের কাছে মনোনয়নপত্র জমা দেন।









