মৌসুমজুড়ে আলোচনায় ছিল এবারই হতে চলেছে লিভারপুলে মোহাম্মেদ সালাহর শেষ মৌসুম। আলোচনা আরও জোর পায় যখন সালাহ বলেন, অলরেডদের সঙ্গে এটাই তার শেষ মৌসুম হতে চলেছে। শেষপর্যন্ত মিশরীয় তারকার মুখে ফুটেছে চওড়া হাসি। ২০২৭ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি বাড়িয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের দলটি।
লিভারপুলের ভেরিফায়েড ফেসবুক পেজে শুক্রবার সালাহকে নিয়ে মিনিট দশেকের মধ্যে বেশ কয়েকটি পোস্ট করা হয়। প্রথম পোস্টে মাঠে লাল গালিচার ওপর একটি চেয়ার। চেয়ারটি দেখে বোঝা যায়, সেটি গণ্যমান্য কারও বসার আসন। পরের পোস্টে লিভারপুলের জার্সি গায়ে সেই চেয়ারে বসে হাসছেন সালাহ। শিরোনামে লেখা, ‘তিনি থাকছেন।’ পরের পোস্টে বিবৃতিসহ বিষয়টি নিশ্চিত করে অ্যানফিল্ডের ক্লাবটি।
দুবছরের জন্য চুক্তিতে সই করে লিভারপুলের ওয়েবসাইটে ৩২ বর্ষী ফরোয়ার্ড বলেছেন, ‘চুক্তি করেছি কারণ আমি মনে করি, আমাদের অন্যান্য ট্রফি জয়ের সুযোগ আছে এবং নিজের খেলাটা উপভোগ করতে পারব। এটা দারুণ ব্যাপার, কারণ সেরা বছরগুলো এখানে কাটিয়েছি। আট বছর খেলেছি, আশা করি এটা ১০ বছর হবে। নিজের জীবন এবং ফুটবলটা এখানে উপভোগ করছি। ক্যারিয়ারের সেরা বছরগুলো এখানে কাটিয়েছি।’
‘সমর্থকদের বলতে চাই, এখানে থাকতে পেরে আমি খুব খুব খুশি। চুক্তি করেছি কারণ আমি বিশ্বাস করি একসঙ্গে অনেক বড় বড় ট্রফি জিততে পারব। ভবিষ্যতে আমরা আরও শিরোপা জিততে চলেছি।’
চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ৩১ ম্যাচে সালহ গোল করেছেন ২৭টি। এপর্যন্ত তিনি সর্বোচ্চ গোলদাতা। পাশাপাশি ১৭টি গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে। সবমিলিয়ে চলতি মৌসুমে ৪৫ ম্যাচে তার গোলসংখ্যা ৩২।









