লিভারপুলে যোগ দেয়ার পর থেকে আলো ছড়িয়ে চলেছেন মোহাম্মেদ সালাহ। অলরেডদের সঙ্গে আগামী বছর শেষ হবে তার চুক্তি। কিন্তু ক্লাবটির সাথে দীর্ঘ পথচলায় বছরের একেবারে শেষ প্রান্তে চলে এলেও চুক্তি নবায়নের কোনো প্রস্তাবই পাননি মিশরীয় তারকা ফরোয়ার্ড, তাতে বেশ হতাশ হয়ে পড়েছেন।
ফুটবল বিশ্লেষণ বিষয়ক সংস্থা অপ্টার ভাষ্য, সালাহর ১০ গোল আর ৬ অ্যাসিস্ট না থাকলে চলতি মৌসুমে এ পর্যায়ে লিভারপুলের অবস্থান থাকত টেবিলের ১৩তম স্থানে। ২০১৭ সালে লিভারপুলে যোগদানের পর থেকে প্রতিটি মৌসুমেই কমপক্ষে ২৩ গোল করেছেন সালাহ।
এমনকি সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ১৮ ম্যাচে করেছেন ১২ গোল। সঙ্গে সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১০টি। প্রিমিয়ার লিগে ১২ ম্যাচে আছে ১০ গোল ও ৬ অ্যাসিস্ট। এমন পারফরম্যান্সের সুবাদে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে আছে লিভারপুল।
৩২ বর্ষী সালাহ বলেছেন, ‘এই ক্লাবে (লিভারপুল) অনেকদিন ধরেই আছি। এরকম ক্লাব আর হয় না। কিন্তু দিনশেষে এই বিষয়গুলো (চুক্তি নবায়ন) আমার হাতে নেই। যেমন আগেই বলেছি, ডিসেম্বর চলে আসছে। আর নিজের ভবিষ্যতের বিষয়ে এখনও কোনো প্রস্তাব পাইনি।’
‘মৌসুমের দিকে পূর্ণ মনোযোগ দিচ্ছি। প্রিমিয়ার লিগ জেতার চেষ্টা করছি। সঙ্গে আশা করি চ্যাম্পিয়ন্স লিগটাও। আমি হতাশ, কিন্তু দেখা যাক সামনে কী হয়।’









