বিজয় হাজারে ট্রফিতে অরুণাচল প্রদেশের বিপক্ষে সকালে লিস্ট এ ক্রিকেটে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে ১৪ বর্ষী বৈভব সূর্যবংশী। কিছুক্ষণ পরেই ভারতীয় খেলোয়াড়দের মধ্যে লিস্ট এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েন সাকিবুল গণি। অরুণাচলের বিপক্ষে ৩২ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন।
৩২ বলে সেঞ্চুরি ভারতের লিস্ট এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড। এর আগের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছিল আনমলপ্রিত সিংয়ের। ৩৫ বলে ওই অরুণাচলের বিপক্ষে ২০২৪ মৌসুমে সেঞ্চুরি করেন। লিস্ট এ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরিতে সাকিবুলের আগে আছেন মাত্র দুজন ব্যাটার। ২০২৩ সালে তাসমানিয়ার বিপক্ষে ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন জ্যাক ফ্রেসার ম্যাকগার্ক। দুইয়ে আছেন সাউথ আফ্রিকার কিংবদন্তি এবিডি ভিলিয়ার্স, ৩১ বলে এসেছিল সেই সেঞ্চুরি।
বিজয় হাজারে ট্রফির অন্য ম্যাচে ঝাড়খণ্ডের হয়ে কর্নাটকের বিপক্ষে ৩৩ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়েছেন ঈশান কিষাণ। সূর্যবংশীকে ছাড়িয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডে দুইয়ে এখন কিষাণ। কিষাণের কিছুক্ষণ আগে দ্রুততমের রেকর্ডে দুইয়ে থাকা সূর্যবংশী এখন চারে।
অরুণাচলের বিপক্ষে ৬ উইকেটে ৫৭৪ রান ছেলেদের ক্রিকেটের লিস্ট ‘এ’ ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড। ৫০০ রানের বেশি করেছিল আর মাত্র একটি দল তামিলনাড়ু। ২০২২-২৩ মৌসুমে অরুণাচল প্রদেশের বিপক্ষে ২ উইকেট হারিয়ে ৫০৬ রান করেছিল তামিলনাড়ু।

বিহারের করা ৫৭৪ রান লিস্ট এ ক্রিকেটের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রান। সর্বোচ্চ রানের রেকর্ডটি ক্যান্ডিয়ান লেডিস ক্রিকেট ক্লাবের দখলে। ২০০৭ সালে শ্রীলঙ্কায় পুষ্পডানা লেডিসের বিপক্ষে ৪ উইকেট হারিয়ে ৬৩২ রান করেছিল ক্যান্ডিয়ান লেডিস ক্রিকেট ক্লাব যা এখনও লিস্ট এ ক্রিকেটের সর্বোচ্চ রানের স্থান দখল করে আছে।
অরুণাচলের বিপক্ষে বিহার মোট ৩৮টি ছক্কা হাঁকিয়েছে যা ছেলেদের লিস্ট ‘এ’ ক্রিকেটে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। বিহার ২০১৯ সালে মালয়েশিয়ার বিপক্ষে কানাডার রেকর্ড ২৮টি ছক্কার রেকর্ড ভেঙেছে। মোট ৩৮ ছক্কার মধ্যে সূর্যবংশী ১৫টি এবং সাকিবুল ১২টি ছক্কা হাঁকিয়েছেন যা ছেলেদের ক্রিকেটে একজন করে ব্যাটারের ১০টি বেশি ছক্কা হাঁকানোর প্রথম রেকর্ড।
বিজয় হাজারে ট্রফির ইতিহাসে বিহার প্রথম দল হিসেবে এক ইনিংসে তিনটি সেঞ্চুরি হাঁকিয়েছে। সূর্যবংশী, সাকিবুল গনির অপরাজিত ১২৪ রানের পর সেঞ্চুরি (১১৬) তুলে নিয়েছেন আয়ুশ লোহারোকা। বিহার এ ম্যাচ জিতেছে ৩৯৭ রানে যেখানে অরুণাচল প্রদেশ মাত্র ১৭৭ রানে অলআউট হয়েছে।









