বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বিদেশি খেলোয়াড় কোটায় আগেই সিলেটের সাথে চুক্তি করেছিলেন পাকিস্তানি ওপেনার সাইম আইয়ুব। মাঝে আন্তর্জাতিক সূচি ও নানা ব্যস্ততায় খেলতে আসা নিয়ে কিছুটা গুঞ্জন তৈরি হয়েছিল। সেসবের অবসান ঘটিয়ে বিপিএল মাতাতে আসছেন তিনি।
সিলেট টাইটানস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আমরা আনন্দের সাথে ঘোষণা করছি, পাকিস্তানের তরুণ ক্রিকেটার, তারকা অলরাউন্ডার সাইম আইয়ুব বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য সিলেট টাইটানসে যোগ দিচ্ছেন। তিনি ভিডিও বার্তার মাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন।
সাইম ভিডিও বার্তায় বলেছেন, ‘আসসালামু আলাইকুম বাংলাদেশ। আমি সাইম আইয়ুব, এ মৌসুমের বিপিএলের জন্য সিলেট টাইটানসে যোগ দিচ্ছি। আসুন, আমাদের সমর্থন করুন।’
‘আমি আশা করি এ মৌসুমটি সিলেট টাইটানসের জন্য সফল হবে এবং আমি সতীর্থদের সাথে দেখা করার এবং সিলেটি ভক্তদের সামনে খেলার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’









