প্যারিস অলিম্পিকে ১১তম দিনে রেকর্ড গড়েছেন নেদারল্যান্ডসের মারিট বাউমস্টার। মেয়েদের ডিঙ্গিতে সোনা জিতেছেন তিনি। ছেলেদের ডিঙ্গিতে সোনা জিতেছেন অস্ট্রেলিয়ার ম্যাট ওয়্যার্ন।
প্যারিসে ডাচদের নবম সোনা এটি, সেইলিংয়ে দ্বিতীয়। চ্যাম্পিয়ন হয়ে মেয়েদের সেইলিংয়ে সর্বোচ্চ পদক জেতার রেকর্ড এখন বাউমস্টারের। এপর্যন্ত চারটি পদক জিতেছেন তিনি। লন্ডন অলিম্পিকে রৌপ্য, রিও অলিম্পিকে সোনা, টোকিও অলিম্পিকে ব্রোঞ্জের পর এবার সোনা জিতলেন ৩৬ বর্ষী তারকা। ইভেন্টে রৌপ্য জিতেছেন ডেনমার্কের অ্যানে মারি রিন্ডোম, ব্রোঞ্জ পেয়েছেন নরওয়ের লাইন ফ্লেম হোয়েস্ট।
ছেলেদের ডিঙ্গিতে টোকিও অলিম্পিকে সোনা জেতা অস্ট্রেলিয়ার ম্যাট ওয়্যার্ন প্যারিসেও চ্যাম্পিয়ন হয়েছেন। এ ইভেন্টে প্রথম ছেলে হিসেবে টানা দুটি সোনা জিতলেন তিনি। প্যারিসে অস্ট্রেলিয়ার ১৫তম সোনা এটি, সবমিলিয়ে ৩৭তম পদক। রৌপ্য জিতেছেন সাইপ্রাসের পাভলোস কন্তিদেস। ব্রোঞ্জ পেয়েছেন পেরুর স্টিফানো পেসেইরা।









