স্বাধীন বাংলা ফুটবল দলের প্রতিষ্ঠাতা, সংগঠক, খেলোয়াড় সাইদুর রহমান প্যাটেল মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকাল ৪.৩০ মিনিটে লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৩ বছর।
দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন প্যাটেল। গতবছর চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যান। প্রায় একবছর ধরে সেখানে চিকিৎসা নেন। ১৯৯৯ সালে যুক্তরাষ্ট্রে চলে যান প্যাটেল। ২০১৩ সালে দেশে ফেরেন। সেই থেকে যুক্তরাষ্ট্রে যাওয়া-আসার মধ্যেই ছিলেন। তার মৃত্যুতে শোক জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় স্বাধীন বাংলা ফুটবল দল গঠনে অনন্য ভূমিকা রেখেছিলেন প্যাটেল। মুক্তিযুদ্ধের জন্য তহবিল সংগ্রহে ভারতে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলেছিল স্বাধীন বাংলা দল। সেই দলকে সংগঠিত করেন সাইদুর রহমান প্যাটেল।
১৯৫১ সালের ৭ অক্টোবর ঢাকার কেরানীগঞ্জে জন্ম তার। শৈশবে পরিবার গেন্ডারিয়ার দীননাথ সেন রোডে আবাস গড়ে। তরুণ বয়সে রাজনীতিতে যুক্ত হন। ইস্টএন্ডের জার্সিতে ঢাকার শীর্ষ ফুটবলে খেলেছেন। ১৯৬৮ সালে দ্বিতীয় বিভাগে খেলেন ফরাশগঞ্জের হয়ে। ১৯৭০ সালে প্রথম বিভাগের দল পিডব্লুডিতে যোগ দেন।









