রাবেয়া খাতুন ফাউন্ডেশনের উদ্যোগে ঘরোয়া আবহে অনুষ্ঠিত হলো সাহিত্য আলোচনা। তরুণ লেখক আনিসুর রহমানের গল্পগ্রন্থ ‘সিসিফাস শ্রম’—এই আয়োজনের মূল আলোচ্য বিষয় ছিল। যা বাংলা একাডেমি পরিচালিত রাবেয়া খাতুন কথাসাহিত্য পুরস্কার পেয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর নিকেতনে ফাউন্ডেশনের কার্যালয়ে অনুষ্ঠিত ‘সিসিফাস শ্রমবিষয়ক আলাপ’ শীর্ষক এই আয়োজনে বক্তারা বইটির সাহিত্যিক গুরুত্ব ও সমকালীন বাংলা সাহিত্যে এর অবস্থান নিয়ে আলোচনা করেন।
শুরুতেই সঞ্চালক জানান, গত ডিসেম্বর থেকে প্রতি শনিবার নিয়মিত সাহিত্য-সংস্কৃতি বিষয়ক আলোচনার আয়োজন করছে রাবেয়া খাতুন ফাউন্ডেশন।
প্রধান আলোচক জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বিশেষজ্ঞ কুদরত-ই-হুদা বলেন, বইটি পড়ে তিনি অত্যন্ত আনন্দ পেয়েছেন। তাঁর মতে, লেখক গল্পে সমকালকে তুলে ধরতে সক্ষম হয়েছেন। পশ্চিমা সাহিত্যধারার প্রভাব থাকলেও ভাষা, চরিত্র ও প্রেক্ষাপটে লেখক বাংলাদেশের বাস্তবতাকেই নির্মাণ করেছেন।
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক সোহানুজ্জামান জানান, বইটির নয়টি গল্পে ব্যক্তি, সমাজ ও রাজনীতির দ্বন্দ্ব এবং পরিবর্তনশীলতার নানা দিক উঠে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক রাফাত আলম বলেন, বইটির গল্পগুলো প্রচলিত কাহিনিনির্ভর ধারার বাইরে গিয়ে বাস্তবতার প্রতিসরণ ঘটিয়েছে।
লেখক আনিসুর রহমান বলেন, ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে লেখা এসব গল্প দীর্ঘ ভাবনা ও তন্ময়তার মধ্য দিয়ে তৈরি হয়েছে, যার কারণে প্রতিটি গল্প লিখতে সময় লেগেছে।
মুক্ত আলোচনায় অংশ নেন শিবব্রত বর্মন, মাশরুর ইমতিয়াজ ও সুহান রেজওয়ান। সঞ্চালনা করেন নজরুল সৈয়দ। আয়োজনের শেষাংশে লোকসংগীত সাধক মোনমোহন দত্তের জন্মদিন উপলক্ষে শিল্পী হুমায়ূন আজম ‘মলয়া গান’ পরিবেশন করেন। এ সময় প্রথমা প্রকাশনের বিভিন্ন বই বিক্রির ব্যবস্থাও ছিল।







