সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ শততম বারের মতো পেছানো হয়েছে। মামলার তদন্তকারী সংস্থা র্যাব জানিয়েছে, যুক্তরাষ্ট্রে পরীক্ষার জন্য পাঠানো সন্দেহভাজন ২৫ জনের ডিএনএ এবং বিভিন্ন আলামতের প্রতিবেদন পাওয়া গেছে; তবে পরীক্ষায় এর বাইরে দু’জনের ডিএনএ পাওয়া গেছে, যাদের শনাক্ত করা যায়নি। প্রকৃত অপরাধীদের শনাক্ত করতে দেরি হওয়ায় সাংবাদিক দম্পতি হত্যা মামলার প্রতিবেদন দিতে দেরি হচ্ছে বলেও জানায় এলিট ফোর্স।







